আব্দুস সালাম তালুকদার, জেলা প্রতিনিধি, চাপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ২০২৪-২৫ অর্থ বছরে রবি/২০২৪-২৫ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে বোরো (উফশী) ধানের সমলয় চাষাবাদ এবং ব্লক প্রদর্শনীর রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের সাহায্যে ধানের চারা রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের জিনারপুর ব্লকে রাইহোগ্রামে ৫০ একর জমিতে ধানের চারা রোপণ উদ্বোধন করা হয়। এই কর্মসূচির উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডা. পলাশ সরকার।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার ভূমি কৃষ্ণ চন্দ্র। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ সরকার, কৃষি সম্প্রসারণ অফিসার জেসমিন আখতার লাবনি, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ সেরাজুল ইসলাম, উপসহকারী কৃষি অফিসার ফজলুর রহমান, ইব্রাহিমসহ স্থানীয় গণমাধ্যম কর্মী ও কৃষক-কৃষানি প্রমূখ।
শ্রমিক সংকট ও অতিরিক্ত খরচের কারণে কৃষকেরা ধান আবাদে লাভবান হতে পারতেন না, কিন্তু বর্তমানে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার কৃষকরা আধুনিক পদ্ধতিতে রাইস ট্রান্সপ্লান্টারের সাহায্যে ধানের চারা রোপণে লাভবান হচ্ছেন। এই যন্ত্রের সাহায্যে সমগভীরতায়, সমদূরত্বে এবং অল্প শ্রমে কৃষকরা ধানের চারা রোপণ করছেন। এতে সময় কম লাগছে, খরচ কম লাগছে এবং ফলন বাড়ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ সরকার জানান, রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের সাহায্যে ৪০/৫০ মিনিটে এক বিঘা জমিতে ধানের চারা রোপণ করা সম্ভব। সনাতন পদ্ধতিতে যেখানে এক বিঘা জমিতে ধানের চারা রোপণ করতে কমপক্ষে শ্রমিক খরচ লাগে প্রায় ২৫০০ থেকে ৩০০০ টাকা, সেখানে অল্প খরচে ও স্বল্প সময়ে ধানের চারা রোপণ করা হচ্ছে। এতে কৃষকদের আর্থিক সাশ্রয়ের পাশাপাশি শ্রমিক সংকটেরও সমস্যা সমাধান হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ডা. পলাশ সরকার জানান, সরকার ভর্তুকির মাধ্যমে কৃষকদের ধানের চারা রোপণের জন্য রাইস ট্রান্সপ্লান্টরের মাধ্যমে ধানের চারা রোপণ ও ধান কাটার জন্য কম্বাইন হারভেস্টার মেশিনসহ কৃষকের মাঝে আধুনিক যন্ত্রপাতি সরবরাহ করছেন।
তিনি আরো বলেন, একটি রাইস ট্রান্সপ্লান্টার মেশিন প্রতিদিন ২০ থেকে ২৫ বিঘা পর্যন্ত জমিতে ধান রোপন করতে পারে। রাইস ট্রান্সপ্লান্টার মেশিনে ধান রোপণের ফলে কৃষকদের খরচ অনেকটাই কমে আসবে। কৃষকদের উৎসাহিত করতে উপজেলা কৃষি অফিস রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের সাহায্যে ধানের চারা রোপণে কৃষকদের সহায়তা ও পরামর্শ দিচ্ছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha