প্রদীপ্ত চক্রবর্তী, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের পটিয়ায় এক ব্যবসায়ীকে মারধর করে ১ লক্ষ ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গত ১৯ জানুয়ারি রাত ২ ঘটিকার সময় উপজেলার কচুয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাড়ি ঘাটা এলাকায় এই ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী হলেন মোঃ শফিউল আলম (৪০), পিতা- দৌলত খাঁন, সাং- কচুয়া, উপজেলা- পটিয়া, জেলা- চট্টগ্রাম। তিনি পেশায় একজন হোটেল ব্যবসায়ী। ছিনতাইয়ের শিকার শফিউল আলম বলেন, ঘটনার দিন রাতে হোটেল বন্ধ করে ফেরার পথে বাড়ির কাছাকাছি এলে একদল মুখে মাক্স পরা লোক তাকে ঘিরে মারতে শুরু করে। এক পর্যায়ে তার সঙ্গে থাকা ১ লক্ষ ৫০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে পালিয়ে যায়।
এই ব্যাপারে পটিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক নয়ন চাকমা বলেন, খবর পাওয়ার পরই আমরা ঘটনাস্থলে যাই কিন্তু কাউকে পাওয়া যায়নি। তবে ছিনতাইকারীদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111