ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুর প্রেস ক্লাবের সদস্যদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার রাতে ফরিদপুর শহরের কমলাপুর ময়েজ মঞ্জিলে ফরিদপুর প্রেস ক্লাবের সদস্য ফারিয়ান ইউসুফ এর আয়োজনে এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ।
ফরিদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, ফরিদপুর ডায়াবেটিক সমিতির সদস্য সচিব শেখ আব্দুস সামাদ, ফরিদপুর প্রেস ক্লাবের সদস্য প্রবীণ সাংবাদিক ও সাহিত্যিক মফিজ ইমাম মিলন, আবুল হোসেন আজাদ, পান্না বালা, হারুন আনসারী তালুকদার রুদ্র প্রমুখ। এ সময় ফরিদপুর প্রেস ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা ফরিদপুর-৩ সদর আসনের সাবেক সংসদ সদস্য চৌধুরী কামাল ইবনে ইউসুফের জীবন ও কর্ম তুলে ধরে আলোচনা করেন। বক্তারা বলেন, কামাল ইউসুফ ছিলেন মাটি ও মানুষের নেতা। তিনি সাধারণ মানুষের সাথে সুখ-দুঃখ ভাগ করে নিতে পারতেন, সাধারণ মানুষ তাকে ভালোবাসতো এবং সমাজের সর্বস্তরের লোকজন তাকে শ্রদ্ধা করতো।
অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে চৌধুরী নায়াব ইউসুফ সাংবাদিকদের সব সময় পাশে থাকার অঙ্গীকার প্রদান করে বলেন, সাংবাদিকরা যেন নির্ভয়ে সাংবাদিকতা করতে পারেন, সে ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করা হবে। তিনি বলেন, "আপনারা সঠিক তথ্য প্রকাশ করবেন, তাহলে সমাজের উন্নতি হবে, দেশের উন্নতি হবে। আমরা সব সময় আপনাদের পাশে থাকব।" তিনি আরো বলেন, "বিগত দিনের মতো অবস্থা এখনই এখন মানুষ অনেক সচেতন আর তাই আপনারা আপনাদের লেখনীর মাধ্যমে সত্য তথ্যগুলো তুলে ধরুন। আমরা সব সময় আপনাদের পাশে থাকব।"
ফরিদপুরে সাংবাদিকদের যেকোনো সমস্যায় সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি। এর আগে সাংবাদিকদের ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়। এছাড়া ফরিদপুর মহানগর বিএনপি ও কোতোয়ালি থানা বিএনপি নেতা কর্মীরাও সাংবাদিকদের ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha