রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় করোনা সংক্রমণ প্রতিরোধে কঠোর লকডাউন বাস্তবায়নে তৎপর রয়েছে প্রশাসন।
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত এক সপ্তাহের চলমান লকডাউনের চতুর্থ দিন রবিবার ৪ জুলাই সরকারী বিধিনিষেধ অমান্য করায় ১১জনের তিনহাজার একশত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
জানা যায়, রবিবার দুপুরে পাংশা বাজারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ আলীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালতে ৫ জনের আটশত টাকা এবং পাংশা পুরাতন বাজারে এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনীম আওনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত ৬ জনের দুইহাজার তিনশত টাকা জরিমানা করেন।
এতে মোট ১১ জনের তিনহাজার একশত টাকা জরিমানা করেন। দন্ডবিধি ২৬৯ ধারায় এ অর্থদন্ড আদায় করা হয় বলে সংশ্লিষ্ট কর্মকর্তা তথ্য নিশ্চিত করেন।
পরে প্রশাসনের কর্মকর্তারা পাংশা বাজারে জনসচেতনতামূলক প্রচারণা অভিযান পরিচালনা করেন।
এ সময় ইউএনও মোহাম্মাদ আলী এবং এসিল্যান্ড নুজহাত তাসনীম আওনের সাথে বাংলাদেশ সেনা বাহিনী ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha