মোঃ রনি আহমেদ রাজু, মাগুরা জেলা প্রতিনিধি
মাগুরা সদর উপজেলায় ৬ টি ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান ও জরিমানা করা হয়েছে। সোমবার ২০ জানুয়ারি বেলা ১১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ৪ টি বিরক্স চিমনি ও ২ টি ব্যারেল চিমনি ইটভাটায় অভিযান চালিয়ে জরিমানা ও কাঁচা ইট ধ্বংস করা হয়।
ইটভাটায় অভিযান পরিচালনা করেন খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম। এ সময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক শোয়েব মোহাম্মদ শোয়াইব, প্রসিকিউটর মোঃ আসিফ আলম পরিদর্শক, পুলিশের টিম ও সাংবাদিকগণ।
সকাল ১১ টায় মিরপাড়া আক্তার হোসেনের মা বিক্রস টিনের চিমনি ইটভাটায় সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়। এরপর মাগুরা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাশিনাথপুরে মোঃ খলিলুর রহমানের শাপলা ব্রিকসে ৪ লাখ টাকা জরিমানা ও ৩ সারি কাঁচা ইট ধ্বংস করা হয়। হাজরাপুর ইউনিয়নের সাইত্রিশ ইট ভাটার মোঃ মিজানুর রহমানের মোল্লা বিক্রস ইটভাটায় ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ও কাঁচা ইট ধ্বংস করা হয়। পৌরসভার ইটখোলা বাজারে মোঃ আনিমুল ইসলামের নিউ সোনালী ব্রিকস ইটভাটায় ৪ লাখ টাকা জরিমানা করা হয়। বগিয়া ইউনিয়নের পাতুড়িয়া খোকন মিয়ার এম এম কে বি ইটভাটায় ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং পাতুড়িয়া শুকুর বিশ্বাসের এম আর এস ব্রিকস ইটভাটার চিমনি আগে থেকেই ফেলানো ছিল। মোবাইল কোর্ট পরিচালনা করা হয় অবৈধ সমিল ও জলন্ত ইটের গাদা ও কাঁচা ইট ধ্বংস করা হয়।
খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম বলেন, মাগুরা সদর উপজেলায় পরিবেশ অধিদপ্তর ৬ টি ইটভাটায় অভিযান পরিচালনা করে ৪ টি ইটভাটায় ১৩ লাখ টাকা জরিমানা ও ২ টি ড্রাম চিমনি ইটভাটা সম্পূর্ণ ধ্বংস করা হয়। তিনি আরও বলেন, এই অভিযান সামনে মহম্মদপুর উপজেলার অবৈধ ইটভাটায় পরিচালিত হবে এবং এটি নিয়মিতভাবে অব্যাহত থাকবে। এছাড়া মাগুরা জেলার অবৈধ ইটভাটায় উপজেলা নির্বাহী অফিসার ও এসিল্যান্ড নিয়মিতভাবে মোবাইল কোর্ট পরিচালনা করবেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha