সারাদেশে মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব পূণরায় বেড়ে যাওয়ায় সরকার ঘোষিত ৭দিন লকডাউন বাস্তবায়ন হচ্ছে দেশে ।
এরই ধারাবাহিকতায় ফরিদপুরের বোয়ালমারীতে কঠোরভাবে লকডাউন পালন করা হচ্ছে। আর এ লকডাউন চতুর্থ দিন পার হতে চলছে। তবে লকডাউনের প্রথম দিনেই হালকা ও ভারী বৃষ্টিতেই গৃহবন্দী অবস্থায় কেটেছে সকল শ্রেণীর মানুষদের।
তাই কোন প্রকার বেগ পেতে হয়নি প্রশাসন বাহিনীর। তবে দ্বিতীয় দিন শুক্রবার থেকে কঠোর অবস্থানে রয়েছে বোয়ালমারী প্রশাসন।
বিনা কারণে ঘর থেকে না বের হওয়ার জন্য বোয়ালমারী থানা পুলিশ ও উপজেলা প্রশাসন টহলরত অবস্থায় রয়েছে।
এ বিষয় নিয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি মারিয়া হক বলেন, রোববার পৌরসভা এলাকায় নিষিদ্ধ দোকান গুলো খোলা রাখা ও স্বাস্থ্য বিধি না মেনে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে লোকজন আসার দায়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে ৯হাজার ৫শত টাকা জরিমানা করা হয়।
তিনি জনসাধারণের উদ্দেশ্য বলেন, ঘরে থাকুন সুস্থ থাকুন। বিনা প্রয়োজনে নিজ স্থান থেকে অন্য স্থানে না যায়। এবং নিজে ও নিজ পরিবারকে সুস্থ রাখুন। এবং স্বাস্থ্য বিধি অমান্য করলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।
এ লকডাউনে করোনা ভাইরাসের আক্রমণের হার এখনও আগের মতই রয়েছে বলে জানান বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.খালেদুর রহমান।
তিনি আরো বলেন, এ সংক্রমণ হতে রক্ষা পেতে বিনা কারণে ঘর থেকে বের হওয়া যাবেনা। তবে যদি জরুরী প্রয়োজনে বের হলেও স্বাস্থ্য বিধি মেনে চলাচল করতে হবে। তাহলে এটা থেকে উত্তোরণ সম্ভব।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha