রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি
৫ আগস্টে স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর মামলা, হামলা ও নির্যাতনের ভয় কেটে যাওয়ায় নাটোর -১ আসনটিতে পুরোদমে দল পুনর্গঠনে ব্যস্ত সময় পার করছে বিএনপি। নিয়মিতভাবে চলছে ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির মত বিনিময় সভা ও কর্মী সমাবেশ। দলীয় সূত্রে জানা যায়, ৫ আগস্টের পর দলটি উপজেলা দুটিতে দুই শতাধিক কর্মী সমাবেশ করেছে। প্রতিটি সভায় ধানের শীষের প্রচার ও গণসংযোগ করা হচ্ছে। দীর্ঘ ১৬ বছর পর এখানে বিএনপি নেতাকর্মীরা স্বস্তির নিঃশ্বাস ফেলছে।
নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, লালপুর ও বাগাতিপাড়া উপজেলা দুটি নিয়ে নাটোর-১ (সংসদীয় আসন- ৫৮) আসন গঠিত। ১৯৮৪ সালে আসনটি সৃষ্ট হওয়ার পর ১৯৮৬ সালে স্বতন্ত্র, ১৯৮৮ সালে জাতীয় পার্টি, ১৯৯১ থেকে ২০০১ সাল পর্যন্ত বিএনপি, ২০০৮ সালে জাতীয় পার্টি, ২০১৪ ও ২০১৮ সালে আওয়ামী লীগ এবং ২০২৪ সালে স্বতন্ত্র (আওয়ামী লীগের ডামি প্রার্থী) এই আসনটিতে জয় লাভ করে।
এ আসনটি বিএনপির ঘাটি হিসেবে পরিচিত হলেও গত তিনটি ভোটারবিহীন নির্বাচনে জন আকাঙ্ক্ষার বাইরে ক্ষমতায় থেকে আওয়ামীলীগ জনগণ ও বিএনপি নেতা কর্মীদের উপর জুলুম নির্যাতনের স্টিমরোলার চালিয়েছে। স্থানীয় নেতারা ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি, টেন্ডারবাজি, মাদক ও ইমো হ্যাকিং চক্র পরিচালনা সহ বিভিন্ন অবৈধ ব্যবসার মাধ্যমে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। ফলে অবৈধ অর্থের প্রভাবে আওয়ামী ষড়যন্ত্র ত্বরান্বিত হচ্ছে। এছাড়া দেশি-বিদেশি বিভিন্ন ষড়যন্ত্রের কারণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে চ্যালেঞ্জ মনে করছে বিএনপি।
লালপুর উপজেলা পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম মোলাম বলেন, আগামী নির্বাচনকে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে ধরে নিয়ে সাংগঠনিক কার্যক্রম গুছিয়ে নেওয়া হচ্ছে। তারেক রহমানের ৩১ দফা অনুযায়ী দলীয় কর্মসূচি পালন ও নির্বাচনী প্রস্তুতি চলছে।
লালপুর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান সরকার বলেন, "ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর লালপুর উপজেলার মানুষ মুক্ত বাতাসে মুক্ত মনে সভা সমাবেশে অংশ নিতে পারছে। তারেক রহমানের প্রতিটি আদেশ বাস্তবায়নে আমরা সবাই বিএনপি'র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর নির্দেশনায় ঐক্যবদ্ধ আছি। তার নির্দেশনায় আমরা উপজেলার দশটি ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে মত বিনিময় ও কর্মীসভা করছি। ইতিমধ্যে লালপুর - বাগাতিপাড়ার গণমানুষের নেতা তাইফুল ইসলাম টিপু তিনটি বড় জনসভা করেছেন। আমরা তাকে সামনে রেখে দলীয় কার্যক্রম গুছিয়ে নিচ্ছি।
বাগাতিপাড়া উপজেলা বিএনপি নেতা ও সদ্য সাবেক পৌর মেয়র শরিফুল ইসলাম লেলিন মানবজমিনকে বলেন, "বর্তমানে বাগাতিপাড়া উপজেলায় আ'লীগের অরাজকতা নেই। রাজনৈতিক পরিবেশও ভালো আছে। আমরা ইতিমধ্যে প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে কর্মীসভা ও মতবিনিময় সভা করেছি। কমিটি গঠনের কাজ প্রায় শেষের দিকে। নির্বাচন নিয়ে আমাদের প্রস্তুতি খুব ভালো। এখানে বিএনপি থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে, সেই বিপুল ভোটে জয় লাভ করবে।
বাগাতিপাড়া উপজেলা বিএনপির সদস্যসচিব হাফিজুর রহমান জানান, বর্তমানে বাগাতিপাড়ায় আ'লীগের কোন কর্মসূচি নেই। তবে তাদের করা মিথ্যা মামলায় এখনো বিএনপি নেতাকর্মীদের আদালতে হাজিরা দিতে হচ্ছে। এর মাঝেই দলকে সংগঠিত করার কাজ চলছে। বিএনপি, ছাত্রদল, যুবদল, মহিলাদল সহ সহযোগী সংগঠনের সাংগঠনিক শক্তি বাড়ানোর লক্ষ্যে কাজ করা হচ্ছে।
লালপুর ও বাগাতিপাড়া থানা সূত্রে জানা যায়, আওয়ামী সরকার পতনের পর লালপুর থানায় কোন রাজনৈতিক মামলা হয়নি। তবে সরকার পতনের পর থেকে আওয়ামী লীগের নাটোর-১ আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ, শহিদুল ইসলাম বকুল ও দায়িত্বশীল অন্যান্য নেতাকর্মীরা আত্মগোপনে রয়েছেন। তবে কিছু নেতাকর্মী সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় আছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ (লিটু সিকদার), মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha