আমিরুল ইসলাম, বড়াইগ্রাম, নাটোর প্রতিনিধি
দীর্ঘদিন ধরে প্রভাবশালীদের অবৈধভাবে দখলে থাকা সরকারি খাস জমি উদ্ধার অভিযান শুরু করেছে বনপাড়া পৌর প্রশাসক।
উপজেলার বনপাড়া পৌর এলাকায় বনপাড়া-গোপালপুর সড়কের পাশে ৭৪ শতক সরকারি খাস জমি দখল করে স্থায়ীভাবে পাকা ঘর নির্মাণের খবর পেয়ে অভিযান পরিচালনা করেন বনপাড়া পৌর প্রশাসক মোঃ আশরাফুল ইসলাম।
আজ (২০ জানুয়ারি) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) বনপাড়া পৌর প্রশাসক মোঃ আশরাফুল ইসলাম নেতৃত্বে স্থানীয় ভূমি কর্মকর্তার যৌথ উদ্যোগে প্রাথমিক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় একটি স্থাপনার কাজ চলমান অবস্থায় দেখতে পেয়ে তাৎক্ষণিক বন্ধ ও ভেঙে দেওয়ার নির্দেশনা দেন এবং তিনি ৭৪ শতক খাস জমিতে যতগুলো অবৈধ স্থাপনা রয়েছে তা সরিয়ে নেওয়ার জন্য সময় বেঁধে দেন।
জানা যায়, দীর্ঘদিন ধরে সরকারের ১নং খাস খতিয়ানভুক্ত এ জায়গাটি দখল করে রেখেছিল স্থানীয় ভূমিদস্যুরা, যারা বসবাস ও দোকানপাট করে দখল করে রেখেছিল। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে, সহকারী কমিশনার (ভূমি) বনপাড়া পৌর প্রশাসক সরেজমিনে এসে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha