মোঃ হুমায়ুন কবির তুহিন, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের সদরপুরে ১ হাজার ৩০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বাদাম ও মুগ বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি ) সকাল ১১ টায় সদরপুর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বীজ ও সার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিটুল রায়ের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা।
বিতরণ কার্যক্রমে জনপ্রতি ১০ কেজি বাদাম বীজ , ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার মোট ১ হাজার কৃষককে এবং ৩০ জনকে জনপ্রতি ৫ কেজি মুগবীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা এ সময় কৃষকদের উদ্দেশ্যে এসব বীজ বপন ও সার প্রয়োগের মাধ্যমে ফলনবৃদ্ধি করে সরকারের উদ্দেশ্য সফল করার আহবান জানান।
অনুষ্ঠানে এ সময় উপজেলা নির্বাহী প্রকৌশলী আব্দুল মোমেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোফাজ্জল হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা সমীর বৈদ্যসহ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha