আব্দুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে আজ সোমবার। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সাভারে এ কার্যক্রমের উদ্বোধন করেন। তার উদ্বোধনের পর পরই চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তপুর উপজেলার হালনাগাদ কার্যক্রম শুরু হয়। সোমবার (২০ জানুয়ারি) সকাল ১০ টায় রহনপুর আহম্মদী বেগম (এবি) সরকারি উচ্চ বিদ্যালয়ে এই ভোটার হালনাগাদ কার্যক্রমের উদ্ভোধন করা হয়েছে।
গোমস্তপুর উপজেলা হালনাগাদ কার্যক্রম উদ্বোধন করেন জেলা নির্বাচন অফিসার রেজাউল করিম। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার তোফায়েল আহমেদসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপজেলার ১টি পৌরসভা ও ৮ টি ইউনিয়নে এক যোগে এই কার্যক্রম শুরু হয়েছে্ জেলা নির্বাচন অফিসার রেজাউল করিম বলেন, আজ সোমবার সকালে তথ্য সংগ্রহের কাজ শুরু হলো যেটি চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত । আগামী ৫ ফেব্রুয়ারি থেকে শুরু ছবি তোলে নিবন্ধন সম্পন্ন করার কাজ। ১১ এপ্রিল পর্যন্ত নিবন্ধন কার্যক্রম চলবে।
এছাড়া উপজেলা নির্বাচন অফিসার তোফায়েল আহমেদ জানান, যে সকল নাগরিকরা ২০০৮ সালের পহেলা জানুয়ারি বা তার আগে যাদের জন্ম হয়েছে নতুন ভোটারের ক্ষেত্রে কেবলমাত্র তাদের তথ্য সংগ্রহ করা হবে। প্রতিটি নতুন ভোটারদের জন্য প্রয়োজন হবে তাদের বাংলা এবং ইংরেজি জন্ম নিবন্ধন এর একটি করে অনলাইন কপি,শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, পিতা মাতা বা স্বামী স্ত্রী জাতীয় পরিচয় পত্রের ফটোকপি। রক্তের গ্রুপ নির্ণয়ের কাগজ, পৌরসভা বা ইউনিয়ন পরিষদ কর্তৃক নাগরিক সনদপত্র। এছাড়াও এর আগে বিভিন্ন কারণে যারা ভোটার হিসেবে নাম অন্তর্ভুক্ত করতে পারেননি, তাদেরও হালনাগাদ ভোটার করা হবে। সেই সাথে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের মৃত ভোটারদের তথ্য সংগ্রহ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha