আনিসুর রহমান, নাটোর জেলা প্রতিনিধি
নাটোরের নলডাঙ্গায় গণপিটুনিতে আব্দুল মান্নান (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। আজ ২০ জানুয়ারি মঙ্গলবার রাত সাড়ে বারোটার দিকে উপজেলার কাসোবাড়িয়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আব্দুল মান্নান উপজেলার সমসখলসী গ্রামের আইন উদ্দিনের ছেলে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ও স্থানীয়রা জানান, গত রাত সাড়ে ১২টার দিকে মান্নানসহ কয়েকজন রামসাকাজি এলাকায় থাকা পুকুর পাড়ে যায়। পুকুরগুলোর পাহারাদার তাদের দেখে চিৎকার চেঁচামেচি করলে স্থানীয়রা এগিয়ে এসে তাদের ধাওয়া করে। এসময় সবাই পালিয়ে গেলেও পার্শ্ববর্তী কাসোবাড়িয়া এলাকায় মান্নানকে আটক করে গণপিটুনি দেয় স্থানীয়রা। গণপিটুনিতে গুরুতর আহত হলে এলাকাবাসী মান্নানকে উদ্ধার করে সোমবার সকাল সাড়ে ৮টার দিকে নাটোর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি মোস্তাফিজুর রহমান বলেন, তিনি ঘটনাস্থলে রয়েছেন। আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। তবে দুপুর ১২টা পর্যন্ত এই ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি বলে জানান তিনি। মামলার ডায়েরি করা হলে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha