সাহিদা পারভীন, কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীতে সুবিধাবঞ্চিত মা ও শিশুদের জন্য জন্ম নিবন্ধন সংক্রান্ত এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বে-সরকারি উন্নয়নমূলক সংগঠন কর্মজীবী কল্যাণ সংস্থার (কেকেএস) কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব ও ডেপুটি রেজিস্ট্রার জেনারেল (অতিরিক্ত দায়িত্ব) ড. আবু নছর মো. নাহিদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেকেএস-এর নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক রুবাইয়াত মো. ফেরদৌস, দি ফ্রিডম ফান্ড-এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ খালেদা আক্তার শান্তা, প্রোগ্রাম এ্যাডভাইজার সুমনা চৌধুরী, আতাউর রহমান, নাজিউর রহমান, কেকেএস-এর সহকারী পরিচালক ফকির জাহিদুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথি ড. আবু নছর মো. নাহিদুর রহমান তার বক্তব্যে বলেন, "জন্ম নিবন্ধনকালে মা যে তথ্য প্রদান করবেন, তার উপর নির্ভর করেই জন্ম নিবন্ধন করা হবে। দেশে কোন নাগরিকই জন্ম নিবন্ধন থেকে বাদ পড়বে না, সেদিকে খেয়াল রাখতে হবে। তবে রোহিঙ্গা জনগোষ্ঠীকে কোন অবস্থাতেই জন্ম নিবন্ধনের আওতায় আনা যাবে না।" তিনি আরও বলেন, "জন্ম নিবন্ধন জটিলতা দূর করার জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিশুরা ইউনিয়ন সচিবের সহযোগিতায় নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করবে। তাদের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে মোবাইল সিমকার্ড ব্যবহারের জন্য কর্মজীবী কল্যাণ সংস্থার সহযোগিতা কামনা করছি।"
এছাড়া, তিনি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মা ও শিশুদের রোহিঙ্গা নয় তা যাচাই-বাছাই করার জন্যও কেকেএস-এর সহযোগিতা কামনা করেন।
এ্যাডভোকেসি সভাটি দি ফ্রিডম ফান্ড-এর সহযোগিতায় এবং এনহানসিং প্রটেকশন অফ চাইল্ড সেক্স ট্রাফিকিং সারভাইভস ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় আয়োজন করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।