ওবায়দুল হক মানিক, আরব আমিরাত প্রতিনিধি
ভাবগাম্ভীর্জের মাধ্যমে গাউসিয়া কমিটি বাংলাদেশ দুবাই নাখিল ইউনিট শাখার উদ্দ্যেগে মাসিক পবিত্র গাউসিয়া শরীফ, আতায়ে রাসূল (দরূদ), সুলতান-উল-হিন্দ, নুকতায়ে ইশ্ক ওয়া উলুম, আহলে সামা, বুরহানুল আশেকীন, সাহেবে নজরে কিমিয়া, শাম্মায়ে চিশতী, সদরুল আউলিয়া, রওশন জমীর, খাজায়ে খাজেগান খাজা মইনুদ্দীন চিশতী (রহ.) গরিবে নেওয়াজ, গাউসুল আযম শায়েখ শাহ্সূফী সৈয়্যদ আহমদ উল্লাহ মাইজভান্ডারী (ক.) ও ইমাম আহলে সুন্নাত, গাজীয়ে দ্বীন-এ মিল্লাত আল্লামা আজিজুল হক (শেরে বাংলা) রহ. এর ওরশ মোবারক উদযাপন উপলক্ষে অত্র শাখার সভাপতি আলহাজ্ব মুহাম্মদ ওসমান গনি এর সভাপতিত্ত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ দিদারুল আজম এর সঞ্চালনায় দুবাই নাখিল স্থানীয় একটি রেস্টুরেন্টে গত ১৯/০১/২৪ ইং রোজ রবিবার বাদে এশামিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতের কেন্দ্রীয় শাখার সম্মানিত সহ-সভাপতি ও দুবাই শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা মোঃ ফজলুল কবির চৌধুরী।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দুবাই শাখার সম্মানিত সহ-সভাপতি হাফেজ মাওলানা মোঃ সেকান্দর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোঃ ওসমান আলী জামী, মাওলানা সিরাজুল ইসলাম চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন গাউছিয়া কমিটি দুুবাই শাখা নেত্রীবর্গ মাওলানা মোঃ দিদারুল আলম যুগ্ম-সাধারণ সম্পাদক, শহিদুল আলম অর্থ সম্পাদক শাহাবুদ্দিন, মুহাম্মদ জাহেদ আলম, সাইফুল করিম, মোঃ মাসুদ পারভেজ, মোঃ লোকমান তালুকদার, মোঃ ফোরকান সহ আল-হামেরিয়া শাখা এবং বিভিন্ন ইউনিট শাখার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিশেষে- মিলাদ কিয়াম, জিকির আসকার ও মোনাজাতে সারা বিশ্বের মুসলিম উম্মাহ্, সংযুক্ত আরব আমিরাতের মরহুম শেখদের আত্মার মাগফিরাত কামনা এবং বর্তমান শেখদের জন্য ও প্রবাসীদের জন্য দোয়া করা হয় ও তবারুক বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha