করোনা ভাইরাস প্রতিরোধ ও জনসাধারণের মাঝে সচেতনতা বাড়াতে ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে করোনা প্রতিরোধ সামগ্রী বিতরন করছেন পৌর মেয়র সেলিম রেজা লিপন মিয়া।
শনিবার সকালে পৌরসদর বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী কিনতে আসা মানুষ, পথচারী ও কাচা মাল ব্যবসায়ীদের মাঝে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও সাবান বিতরণ করা হয়।
এ সময় তিনি সকলকে সরকারি বিধিনিষেধ মেনে চলা, অপ্রয়োজনে ঘরের বাইরে না গিয়ে ঘরে থাকার জন্য অনুরোধ করেন।
করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন- প্যানেল মেয়র কাউন্সিলর মমিনুল ইসলাম খান, কাউন্সিলর বিপ্লব হোসেন, আব্দুস সামাদ খান, জমির আলী, সংরক্ষিত নারী কাউন্সিলর মাকসুদা আক্তার রুমা, রিনা পারভীন প্রমুখ।
এছাড়া তিনি পৌরসদরের বিভিন্ন মসজিদের জন্য ইমামদের হাতে করোনা প্রতিরোধ সামগ্রী তুলে দেন।
এর আগে, গত বুধবার পৌরসভার ওয়াপদা মোড়, চৌরাস্তা, ডাকবাংলো মোড়সহ বিভিন্ন এলাকায় করোনা সামগ্রী মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করেন পৌর মেয়র।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫