ইস্রাফিল হোসেন ইমন, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল ১১ টার সময় ফকিরাবাদ আওর এর বিল বটতলা সংলগ্ন মাঠে বাংলাদেশে কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে অনুষ্ঠিত সব সমাবেশের অংশ হিসেবে মোকারিমপুর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
কৃষক সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট নুরুল ইসলাম, সদস্য সচিব, কুষ্টিয়া জেলা কৃষক দল।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা কৃষক দলের আহ্বায়ক আরিফুর রহমান সুমন।
তিনি বলেন, প্রকৃত কৃষকরা তাদের ন্যায্যমূল্যে কোনো পণ্য বিক্রি করতে পারেন না। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছিলেন, শহর থেকে ইউনিয়ন পর্যন্ত ১ ইঞ্চি জায়গাও ফাঁকা থাকবে না। সব জায়গায় ফসল উৎপাদন করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা জাতীয়তাবাদী দলের সদস্য সচিব শাজাহান আলী, জেলা কৃষক দলের সদস্য মামুনুর রহমান মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস এম আল হুসাইন সোহাগ, অ্যাডভোকেট আব্দুল হান্নান, কৃষক দলের নেতা মাহাবুল, ধরমপুর ইউনিয়ন বিএনপির নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী সামসুল হক, উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য মঞ্জুর আলম, সিহাবুল ইসলাম, জেলা কৃষক দলের সদস্য মধু মোল্লা, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাকির হোসেন বাচ্চু, উপজেলা জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম আহ্বায়ক মকলেছুর রহমান সবুজ, উপজেলা ছাত্রদলের সদস্য ওয়াসিম আকরাম, কলের ছাত্র দলের সদস্য সচিব ওয়াসিম আকরাম।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha