মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা পৌনে বারোটায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আন্দোলনের নেতৃবৃন্দের আয়োজনে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী সোহেল রানার সভাপতিত্বে ২৪ এর জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার উপর হামলাকারীদের গ্রেফতারের দাবীতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন ইমতিয়াজ নীরব শান্ত, আবরার নাদিম ইতু, মেহেদী হাসান, মেহেদী হাসান হৃদয়, সাজিদ খান, আবু নাঈম বিহন, জেবা অতশি,সিফাত ওয়ালিদসহ প্রমুখ।
এসময় নেতৃবৃন্দ সাংবাদিকদের বলেন জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার উপর নৃশংসভাবে হামলাকারীরা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে,অথচ প্রশাসন তাদেরকে গ্রেফতার করছে না৷ এমনকি তারা বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠানে অতিথির আসনে বসছে৷ তাই আজকের প্রশাসনকে চুড়ান্ত আল্টিমেটাম দেয়া হলো৷
আগামী ৫ দিনের মধ্যে যদি অপরাধীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় না আনা হয় তাহলে পুলিশ সুপার কার্যালয়ের সামনে আমরণ অনশন কর্মসূচি দেয়া হবে৷ একই সাথে যে সমস্ত নেতাকর্মীরা বৈষম বিরোধী আন্দোলনের সময় ছাত্রদের উপর হামলা করেছে তাদের মারধর করেছে অবিলম্বে তাদের গ্রেপ্তার দাবি করেন।
তা না হলে আগামীতে আরো কঠোর কর্মসূচি গ্রহণ করবেন বলে জানান। এ সময় জাতীয় শ্রমিক লীগের সভাপতি গোলাম মোহাম্মদ নাছিরের ফাসির দাবীতে প্ল্যাকার্ড হাতে নিয়ে উক্ত সংবাদ সম্মেলন করেন তারা।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha