রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের কারখানায় গভীর রাতে বিকট শব্দে টারবাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও প্রায় ১৪ ঘণ্টা ধরে আখ মাড়াই বন্ধ রয়েছে।
মিল সূত্রে জানা গেছে, শনিবার রাত আড়াইটার দিকে নর্থ বেঙ্গল সুগার মিলের কারখানায় বিস্ফোরণটি ঘটে, যার ফলে টারবাইন কক্ষটি ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের পর মিল কর্তৃপক্ষ আখ মাড়াই কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হন। এতে সুগার মিলের বাইরে জমা পড়েছে শত শত টন আখ।
এদিকে, মিলের আখ সরবরাহ পত্রের সংকট ও যন্ত্রাংশের বিকল হওয়ায় আখ চাষীরা সময়মতো আখ দিতে পারছেন না। ফলে তারা রবিশস্য চাষ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ খবির উদ্দিন মোল্লা জানান, আপাতত বিকল্প উপায় হিসেবে সন্ধ্যার মধ্যে আখ মাড়াইয়ের চেষ্টা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha