মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি
এসো দেশ বদলাই পৃথিবী বদলাই স্লোগানের মধ্য দিয়ে ফরিদপুরে পালিত হচ্ছে তারুণ্যের উৎসব , বাংলাদেশ আরচারী ফেডারেশনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ উপলক্ষে দিনব্যাপী ফরিদপুর স্টেডিয়ামে আরচারী প্রতিযোগিতা রেলি, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, শীতের
পিঠা পুলি ইত্যাদি অনুষ্ঠান পালিত হয়।
এ উপলক্ষ্যে আজ শনিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের হতে একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে ফরিদপুর স্টেডিয়ামে এসে শেষ হয় ।
এখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল , ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য ফারুক ঢালী, মাসুদুর রহমান চুন্নু, অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহাম্মদ অলিভ।
অনুষ্ঠানে বক্তারা বলেন ফরিদপুরে আর্চারীর চমৎকার ভবিষ্যৎ রয়েছে। এই জেলার খেলোয়াড়রা, বিগত দিনেও সব সময় ভালো করে আসছে। এছাড়া এ জেলা থেকে অনেক খেলোয়াড় দেশের পক্ষে প্রতিনিধিত্ব করেছে।
তারা জাতীয় পর্যায়ে নিয়মিত অংশগ্রহণ করছে এবং ভালো একটা অবস্থান তৈরি করে নিয়েছে। ফরিদপুরের সন্তান সজীব সাউথ এশিয়ান গেমসে ভালো করেছে ।
পদক লাভ করেছে । বক্তারা বলেন সাউথ এশিয়ান গেমসে দশটার স্বর্ণের ভিতর বাংলাদেশ দশটি তেই স্বর্ণপদক পেয়েছে। তারা বাংলাদেশকে বিদেশের মাটিতে সুনাম এনে দিয়েছে এসব খেলোয়াড়েরা সেখানে দেশের মুখ উজ্জ্বল করেছে।
এই খেলার মাধ্যমেই বিশ্ব আজ বাংলাদেশকে মূল্যায়ন করতে শিখেছে। বিশ্ব এখন আরচারিতে বাংলাদেশকে দারুন ভাবে সমিহ করে। বক্তারা বলেন একজন ভালো খেলোয়াড় তৈরি হতে হলে নিয়মিত প্রশিক্ষণ দরকার।
এ সময় তারা এই খেলাটির জন্য একটা স্বতন্ত্র মাঠের দাবি করেন।
বক্তারা বলেন শুধুমাত্র দক্ষিণ কোরিয়া ছাড়া আর্চারী খেলে প্রায় সব দেশকে আমরা পরাজিত করতে পেরেছি। আগামী দিনে আমরা দক্ষিণ কোরিয়াকে হারাতে পারব বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
বক্তারা এখন থেকে নিয়মিতভাবে যাতে খেলাধুলা হয় এবং সেখান থেকে ভালো খেলোয়াড় বেরিয়ে আসে সে ব্যাপারে খেলোয়ার অভিভাবক সহ সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha