মোঃ আলম মৃধা, নরসিংদী জেলা প্রতিনিধি
নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের পাটুয়ার পাড় "শাহ পুর" গ্রামে মোল্লা টেক্সটাইল তুলার মিলস লিঃ আগুনে পুড়ে ছাই।
জানা যায়, গত (১৭ জানুয়ারি) দুপুরে মোল্লা টেক্সটাইল তুলার মিলসটিতে আগুন লাগে। আগুনের খবর ছড়িয়ে পড়লে আশেপাশের লোকজন আগুন নিভাতে ঘটনাস্থলে আসেন ও আগুনের খবর পেয়ে শিবপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আশেপাশের লোকজনের সহযোগিতায় আগুন নিভাতে সক্ষম হয়।
বিকেলে আইন-শৃঙ্খলা বাহিনীর লোকজন পুড়িয়ে যাওয়া মোল্লা টেক্সটাইল তুলার মিলস পরিদর্শন করতে আসলে উক্ত মিলসটির ম্যানেজার শাহীন মিয়া আইন- শৃঙ্খলা বাহিনীর লোকদের ভিতরে ঢুকতে বাধা দেয়। আইন-শৃঙ্খলা বাহিনীর একজন অফিসার মিলসটির মালিক মঞ্জুর মোল্লাকে ফোন দিয়ে অনুমতি নিলেও ম্যানেজার শাহীন বলে ব্যাংকের লোকজনদের সাথে নিয়ে ভিতরে ঢুকেন।
একজন অফিসার মালিকের সাথে কথা বলার জন্য বলিলে ম্যানেজার শাহিন বলে মালিকের সাথে কথা বলার দরকার থাকলে আপনি বলেন এটা ব্যাংকের সম্পত্তি ব্যাংক বুঝবে। প্রায় ১ ঘন্টা অপেক্ষা করার পর পুনরায় মালিকের সাথে কথা বলিলে ম্যানেজার শাহীন বলে যদি মালিক পক্ষ অর্ডার দেন ভিতরে ঢুকতে তাহলে মালিক পক্ষ বোকামি করবে।
স্থানীয় ও আশেপাশের লোকজনের সাথে কথা বলে আরো জানা যায়, আগুন নেভানোর পর একটি সাইনবোর্ড লাগানো হয়। সাইনবোর্ডে ঠিকানা উল্লেখ আছে কারারচর এবং এই সম্পত্তি ব্যাংক এশিয়া লিঃ মাধবদী শাখায় দায়বদ্ধ মোবাইল নং ০১৭৭৭৭৯২১৬২। মোল্লা টেক্সটাইল মিলসটির বর্তমান অবস্থান পাটুয়ার পার "শাহ পুর"। এই আগুনের ঘটনায় আশেপাশে বাড়িঘর রক্ষা পেলেও গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, মোল্লা টেক্সটাইল তুলার মিলসটি আগুনে পুড়ে যাওয়ার ঘটনায় ম্যানেজার শাহীনকে প্রশাসনিক ভাবে জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসবে মূল রহস্য।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha