ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার ভেড়ামারায় ভুয়া পুলিশ পরিচয় দিয়ে ডাকাতিকালে ২জনকে আটক করেছে ভেড়ামারা থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশি অস্ত্র, ৫ রাউন্ড তাজা গুলি, ১টি ম্যাগাজিন ও ১টি বিদেশি চাকু উদ্ধার করা হয়।
১৭ই জানুয়ারি শুক্রবার বেলা সাড়ে ৫ টার দিকে ভেড়ামারা-প্রাগপুর সড়কের হাওয়াখালি নামক জায়গা থেকে তাদের আটক করা হয়। আটককৃত দুই ডাকাতের মধ্যে দৌলতপুরের বাহিরমাদী এলাকার গোলাম নবীর ছেলে ও মথুরাপুর পিপলস ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি রজব সরকার এবং তার সহযোগী একই এলাকার মো: ফজলুল হকের ছেলে দুর্জয়।
প্রত্যক্ষদর্শী ও ভেড়ামারা থানা পুলিশ সূত্রে জানা যায়, ছাগলের ব্যাপারী পাবনা কাশীনাথপুর এলাকার জহুরুল ও ঈশ্বরদী শেখ পাড়ার মিন্টু দৌলতপুর থেকে ভেড়ামারায় আসছিলেন। ভেড়ামারার হাওয়া খালি নামক জায়গায় রজব সরকার ও তার সহযোগী দুর্জয় তাদের পুলিশ পরিচয়ে পথরোধ করে। অবৈধ মাল আছে বলে, এ সময় তারা ব্যবসায়ীদেরকে মারধর করে। এক পর্যায়ে স্থানীয় জনগণ এসে ছিনতাইকারী দুই ভুয়া পুলিশকে বেঁধে রাখে। স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে তারা এসে রজব সরকারের থেকে ১টি বিদেশি অস্ত্র,৫ রাউন্ড গুলি,১টি ম্যাগাজিন ও দুর্জয়ের থেকে ১টি বিদেশি চাকুসহ তাদের আটক করে।
ভুক্তভোগী জহুরুল জানান, হাওয়াখালি নামক জায়গায় আমাদেরকে দুজন পুলিশ পরিচয় দিয়ে থামতে বলে । এরপর আমাদের পকেট চেক করতে থাকে। একপর্যায়ে আমরা চিৎকার দিলে, স্থানীয়রা এসে তাদের বেঁধে রাখে। আমরা পালিয়ে আসি।
ভেড়ামারা থানার ওসি (তদন্ত) রকিবুল ইসলাম বলেন, বিদেশি অস্ত্র-গুলিসহ দুজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha