সাহিদা পারভীন, কালুখালী(রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর কালুখালী ও বালিয়াকান্দি উপজেলায় গঠিত সোনাপুর বাজারের ব্যবসায়ীকে মারপিটের প্রতিবাদে কর্মবিরতি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে বাজার বনিক সমিতি এই কর্মসূচির আয়োজন করে।
কর্মসূচি চলাকালে ব্যবসায়ীরা সোনাপুর বাজারের চাররাস্তা মোড়ে অবরোধ সৃষ্টি করে। এতে কালুখালী-বালিয়াকান্দি সড়ক বন্ধ হয়ে যায়। এ সংবাদ জানার পর কালুখালী ও বালিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। পরে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ জামাল উদ্দিন সোনাপুর বাজারের ব্যবসায়ীদের সাথে সমঝোতা করে অবরোধ তুলে দেন।
অবরোধ চলাকালে বাজার বনিক সমিতির সভাপতি খোন্দকার মজিবুর রহমান, সাধারণ সম্পাদক আনিসুর রহমান মিন্টু, সাইদুল রহমান শাহিন, জয়নাল আবেদীন, দুলাল মোল্লা, ওয়াজেদ বিশ্বাস, ইসমাহিল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ বলেন, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী শিমুলসহ একদল দূর্বৃত্ত বৃহস্পতিবার সন্ধ্যায় আব্দুস সাত্তার নামের এক ব্যবসায়ীকে মারপিট করে। এতে সাত্তার গুরুতর আহত হয়। এছাড়া ব্যবসায়ীদের নিরাপত্তা বিঘ্নিত ও সম্মানহানি হয়েছে। ব্যবসায়ীরা ওই মাদক কারবারির গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
ব্যবসায়ীদের অভিযোগ শোনার পর বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ জামাল উদ্দিন ২৪ ঘণ্টার মধ্যে মাদক কারবারি শিমুলসহ তার সহযোগী দূর্বৃত্তদের গ্রেফতারের আশ্বাস দেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha