ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুর থেকে প্রকাশিত দৈনিক বাঙ্গালী খবর পত্রিকার প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের দক্ষিণ আলিপুর, আলাউদ্দিন খান সড়কের সোহাগ ভিলার ৩য় তলায় দৈনিক বাঙ্গালী খবরের সম্পাদকীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন বার্তা সম্পাদক আবুল হাসনাত। সভায় বক্তব্য রাখেন দৈনিক বাঙ্গালী খবরের ভারপ্রাপ্ত সম্পাদক রাসেল কাজী, নির্বাহী সম্পাদক সোহেল রানা, দৈনিক বাঙ্গালী সময়ের সম্পাদক ও প্রকাশক সেলিম মোল্লা, মানিক কুমার দাস, মামুন মিয়া, মো. আফজাল, আব্দুল মাজিদ সরদার, এস এম রুবেল, জুয়েল আহমেদ, শিশির আহমেদ, শেখ রাসেল, ইভান, লাভলু মিয়া, শামীম হাসান রিংকু, পাপ্পু প্রমুখ। সভায় সকল উপজেলার প্রতিনিধিরা তাদের মতামত ব্যক্ত করেন।
অনুষ্ঠিত সভায় বক্তারা চলমান অপসাংবাদিকতার জোয়ারে গা ভাসিয়ে না দিয়ে প্রকৃত সাংবাদিকতা ও জনস্বার্থমূলক কাজে নিজেদের নিয়োজিত রাখার জন্য সাংবাদিক প্রতিনিধিদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানান।
বিভিন্ন আলোচিত বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দৈনিক বাঙ্গালী খবর পত্রিকা সর্বস্তরের পাঠকের জনপ্রিয় পত্রিকা হিসেবে স্থান করে নিয়েছে। এছাড়াও একাধিক সংস্করণের কারণে স্থানীয় সংবাদ গুরুত্ব পাওয়ায় খুব দ্রুত সময়েই দৈনিক বাঙ্গালী খবর পত্রিকা ফরিদপুরে শীর্ষ স্থান করে নিয়েছে।
প্রতি বছর দৈনিক বাঙ্গালী খবর পত্রিকার সেরা সংবাদদাতাকে পুরস্কৃত করার ঘোষণা দেন সম্পাদক। প্রচার সংখ্যা দ্রুত এগিয়ে যাওয়ায় সম্পাদকদের পত্রিকার সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান প্রতিনিধিরা।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha