সাইফুল ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে ৩ দিনব্যাপী কৃষি মেলায় সাবেক আওয়ামীলীগ সরকারের প্রচার ও বাণী সম্বলিত কৃষিকথা প্রচার করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় বিএনপি নেতা সহ সুধী সমাজ। বৃহস্পতিবার মেলার শেষ দিনে সাবেক পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক কৃষি মন্ত্রী ড. মো. আব্দুস শহীদ এর বাণী লেখা সম্বলিত কৃষিকথা নামক কৃষি বিষয়ক মাসিক ম্যাগাজিন বিতরণ করা হয়। সেখানে সাবেক সরকারের কৃষি উন্নয়নের চিত্র বিভিন্ন পৃষ্ঠায় তুলে ধরা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়ন ভাবনা ও কর্মকারে চিত্র তুলে ধরা হয়েছে।
বড়াইগ্রাম উপজেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ জানান, কৃষি মেলায় সাবেক ফ্যাসিবাদ সরকারের কৃষি মন্ত্রী ড. মো. আব্দুস শহীদের লেখা ১ পৃষ্ঠার বাণী সম্বলিত কৃষিকথা ম্যাগাজিন হাতে পেয়ে অনেকেই ফোন করে আমাকে জানালে মেলাতে উপস্থিত হই। সেখানে মেলায় আগত লোকজন ক্ষোভে ফেটে পড়ে। পরে জনক্ষোভের মুখে কৃষি অফিসের লোকজন দ্রুত কৃষিকথা নামক ম্যাগাজিনগুলো মেলা থেকে প্রত্যাহার করে নেয়।
এ ব্যাপারে ভারপ্রাপ্ত উপজেলা কৃষি কর্মকর্তা মারফুদুল হক জানান, ঢাকা থেকে নতুন-পুরাতন বইগুলো পাঠিয়েছে। এগুলো না পড়ে, না দেখে মেলায় বিতরণ করা হয়েছে। এটা অনিচ্ছাকৃত একটি ঘটনা।
উল্লেখ্য, গত মঙ্গলবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে শুরু হয়েছে ৩দিনব্যাপী কৃষি মেলা। এই কৃষি মেলায় কৃষকদের সম্পৃক্ততা না থাকায় কৃষকসহ সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এ বিষয়ে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় সংবাদ প্রকাশ হয়।
সরেজমিনে দেখা গেছে, মাত্র ১৫০০ বর্গফুট জায়গা জুড়ে ঘেরা প্যান্ডেলের মোট ৭ টি স্টলের মধ্যে ৫টি স্টলই কৃষি মেলার লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে সামঞ্জ্যপূর্ণ নয়।
২০২৪-২৫ অর্থবছরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় এই কৃষি মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার, লায়লা জান্নাতুল ফেরদৌস। বৃহস্পতিবার বিকেলে এ মেলার সমাপনী হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha