আজকের তারিখ : জুলাই ৩১, ২০২৫, ৮:১৯ এ.এম || প্রকাশকাল : জুলাই ৩, ২০২১, ৬:৫১ পি.এম
লকডাউনের তৃতীয় দিনে জরিমানা ১৮ হাজার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় শনিবার লকডাউনের তৃতীয় দিনে কঠোর বিধিনিষেধ অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০ পথচারীসহ, দোকানদার, বেকারি ও হোটেল মালিককে ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক। সর্বাত্মক লকডাউনের তৃতীয় দিনে বোয়ালমারী উপজেলায় সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সেনাবাহিনীকে টহল দিতে দেখা যায়।
আদালত সূত্রে জানা যায়, সারা দেশে চলমান সর্বাত্মক লকডাউনের তৃতীয় দিন শনিবার কঠোর লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় ১০ পথচারী, দোকানদার, বেকারি ও হোটেল মালিককে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন-২০১৮ এর ২৪ (২) অনুসারে ভ্রাম্যমাণ আদালতে ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলার চতুল ইউনিয়নের ময়েনদিয়া, রাজাপুর এবং বোয়ালমারী পৌরসদরের বাজার অভিযান পরিচালনা করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মারিয়া হক এই জরিমানা আদায় করেন। কোন কোন অভিযানে তাঁর সাথে সেনাবাহিনীর সদস্যদের দেখা গেছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha