মোঃ আমিন হোসেন, ঝালকাঠি জেলা প্রতিনিধি
ঝালকাঠির নলছিটিতে বাস চাপায় মো. রাকিব হাওলাদার (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে বরিশাল-পটুয়াখালি মহাসড়কের নলছিটি উপজেলার জুরকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস ছালাম।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে বরিশাল-পটুয়াখালি মহাসড়কের জুরকাঠি এলাকায় সড়ক পারাপারের সময় পটুয়াখালি থেকে আগত দোয়েল পরিবহন নামের একটি বাস পথচারী মো. রাকিব হাওলাদারকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শেবাচিমে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত রাকিব হাওলাদার দপদপিয়া ইউনিয়নের বীরনারায়ন এলাকার সেলিম হাওলাদারের পুত্র।
নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস ছালাম জানান, মো. রাকিব হাওলাদারকে দোয়েল পরিবহনের দ্রুত গতির একটি বাস চাপা দিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে বরিশাল শেবাচিমে নেয়ার পথে মৃত্যু হয়। এ ঘটনায় পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha