বোরহানুজ্জামান আনিচ, সিনিয়র স্টাফ রিপোর্টার
ফরিদপুরের নগরকান্দায় মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৬ জানুয়ারি, বৃহস্পতিবার সকালে জেলা পরিষদ হল রুমে এ সংবর্ধনা সভার আয়োজন করেন বেগম শিরিয়া সমাজ কল্যাণ সংস্থা। নগরকান্দা পৌরসভার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কওমি মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের মাঝে এ পুরস্কার বিতরণ করা হয়।
মানবতার সেবায় নিয়োজিত বেগম শিরিয়া সমাজ কল্যাণ সংস্থার চেয়ারম্যান মাসুদুর রহমানের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবির।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জয়দেব কুমার সরকার, সরকারি মহেন্দ্র নারায়ন একাডেমীর প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মিয়া, দৈনিক খোলা তো পত্রিকার প্রকাশক সম্পাদক মাহবুব আহাদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে ২ শত ৮ জন কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫