খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল জেলা প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলার আমাদা আদর্শ কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ১৫ জানুয়ারি) দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকালে উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন-জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম।
নড়াইলের আমাদা গ্রামের সন্তান পটুয়াখালী মেডিকেল কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার এস এম আবুল হাসানের সভাপতিত্বে এবং জ্যেষ্ঠ প্রভাষক রূপক মুখার্জির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-জেলা বিএনপির সহ-সভাপতি লোহাগড়া পৌরসভার সাবেক মেয়র নেওয়াজ আহম্মদ ঠাকুর নজরুল, কলেজের অধ্যক্ষ আল ফয়সাল খান, লোহাগড়া-লক্ষীপাশা পাইলট বালিকা উচচ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম রেজাউল ইসলাম, মার্কপ্লাসের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমানসহ অনেকে।
এ সময় আরো উপস্থিত ছিলেন-অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক আসাদুজ্জামান মন্ডল, ইদ্রিস গাজী, রবিউল ইসলাম খান, সুলতান মাহমুদ, তরিকুল ইসলাম ছবি, লক্ষীপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী রেজাউল করিম পারভেজ, গিয়াস খান, সালাহউদ্দিন খান, মিলন গাজী, ছমির মল্লিক, মশিয়ার রহমানসহ বিভিন্ন পেশার মানুষ।
এদিকে বিকেলে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-জেলা জামায়াতের আমির আতাউর রহমান বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন-লোহাগড়ার আল জামিয়াতুল ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা বদরুল ইসলাম, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য হেমায়েতুল হক হিমু, লোহাগড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা হাদিউজ্জামান, নড়াইল পৌরসভা জামায়াতের নায়েবে আমির আব্দুল মান্নান, শ্রমিক কল্যাণ ফেডারেশন লোহাগড়া উপজেলা শাখার সভাপতি আমজাদ হোসেন মল্লিকসহ অনেকে।
এছাড়া আগামী ২০ জানুয়ারি(সোমবার) আমাদা আদর্শ কলেজ চত্বরে দিনব্যাপী পিঠা উৎসবের উদ্বোধন করবেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। ওইদিন বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha