মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি
দেশ ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বর্ধিত ভ্যাট ও সম্পূরক শুল্কের প্রতিবাদে বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতির উদ্যোগে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় বাংলাদেশ রেঁস্তোরা মালিক সমিতির উদ্যোগে ফরিদপুর রেঁস্তোরা মালিক সমিতির সভাপতি ও হোটেল সুইট এর মালিক আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে এ সময় স্মারকলিপি পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সোহেল, উপস্থিত ছিলেন স্টার কাবাব এন্ড রেস্টুরেন্টের মালিক আতিক হাসান, রেঁস্তোরা মালিক আবু বকর সিদ্দিক, রেঁস্তোরা মালিক মোঃ ফয়সাল।
এ সময় বক্তারা ৫% ভ্যাট বৃদ্ধি করে ১৫% করার প্রতিবাদ জানায়।
বর্ধিত ভ্যাটে রেঁস্তোরা মালিকদের ব্যবসা চালানো কষ্টকর হয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন তারা বলেন এর ফলে ক্ষুদ্র ব্যবসায়ীরাদের ব্যবসা বন্ধ হয়ে যাবার আশঙ্কা রয়েছে । ফলশ্রুতিতে রেস্তোরাঁ গুলোতে বেকার এবং কর্মসংস্থানের সুযোগ থেকে একটা বড় অংশ বঞ্চিত হবেন বলে উল্লেখ করেন। ভ্যাট কমিয়ে পুনরায় ৫% এ এবং সম্ভব হলে তা ৩% করতে এবং এস ডি ১০% প্রত্যাহার করতে সরকারের প্রতি আহ্বান জানান।
বক্তারা বলেন এ কারণে খাদ্যদ্রব্যের দাম বাড়বে। এবং এখন যে টাকায় ক্রেতারা খাদ্য সামগ্রী কিনতে পারছে তখন তা পারবে না ফলশ্রুতিতে ক্রেতাদের দুই তিন গুণ বেশি টাকা খরচ করতে হবে। আমাদের বিক্রি কমে যাবে। যে কারণে ব্যবসা বন্ধ হয়ে যাবে আর তাই দ্রুততম সময়ের মধ্যে তাদের দাবি মেনে নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সরকারের প্রতি আহ্বান জানান অন্যথায় আরো কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেয়া হয়। মানববন্ধন পরবর্তী একটি মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি প্রেরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha