হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর বিছিন্ন দ্বীপ উপজেলায় হাতিয়ায় দিনব্যাপী ঠোঁট কাটা ও তালু কাটা এবং ক্লাবফুট বা পায়ের পাতা বাঁকা রোগীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শিশুর হাসি সামাজিক সংস্থা ও হাতিয়াস্থ তারাস ডায়াগনস্টিক ল্যাব এর যৌথ উদ্যোগে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
অর্ধশতাধিক রোগিক বিনামূল্যে বাছাই ও পরামর্শ দেয়া হয়। বাছাইকৃত ঠোঁট কাটা ও তালু কাটা রোগীদের পরবর্তীতে অপারেশন ও ঔষধপত্র সহ যাবতীয় সেবা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে। শিশুর হাসি সামাজিক সংস্থার বিশেষজ্ঞ চিকিৎসকগণ উক্ত সেবা প্রদান করেন।
উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে শিশুর হাসি সামাজিক সংস্থার সভাপতি মোঃ সাফায়াত খান, নির্বাহী পরিচালক মোঃ মোশারফ হোসেন, ফিজিওথেরাপিস্ট মোঃ মাসুদ আলম, ফিল্ড সুপারভাইজার ওসমান গণি অন্তর, তারাস ডায়াগনস্টিক ল্যাবের সহ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ জিল্লুর রহমান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, শিশুর হাসি সামাজিক সংস্থা জন্মগত সমস্যাগ্রস্থ বিশেষভাবে ঠোঁট কাটা, তালু কাটা, মাড়ি কাটা ও ক্লাবফুট বা পায়ের পাতা বাঁকা রোগীদের নিয়ে সমগ্র চট্টগ্রাম বিভাগে২০১৭ সাল থেকে সফলতার সাথে কাজ করে আসছে। এখন পর্যন্ত প্রায় ২ হাজারের অধিক ঠোঁট কাটা, তালু কাটা ও মাড়ি কাটা রোগী এবং ৫ শতাধিক ক্লাবফুট বা পায়ের পাতা বাঁকা রোগীদের সম্পূর্ণ সুস্থ করে সমাজের মূল স্রোতধারায় ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।