প্রদীপ্ত চক্রবর্তী, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রতিনিধি চট্টগ্রামের পটিয়া উপজেলার জনসাধারণ অপহরণ আতঙ্কে শংকিত । বিগত ১৫ দিনের মধ্যে উপজেলার পাহাড়ে চাষ করা কৃষক ও দিনমজুর অপহরণ করে মুক্তিপণ আদায়ের তিনটি ঘটনায় ভয় ,আতঙ্ক বিরাজ করছে স্থানীয় জনসাধারণের মাঝে ।
গত ১৫ দিনে পটিয়া উপজেলার কচুয়া, কেলিশহরের পর সর্বশেষ গত সোমবার সন্ধ্যায় হাইদগাঁও পাহাড়ি এলাকা থেকে দুজন কৃষককে অপহরণ করে মুক্তিপণ আদায় করা হয় । অপহ্রত:রা হলেন মোঃ হামিদ (৬০) পিতা: মোঃ আফজাল , মোঃ মুজিব( ৩০ ) পিতা: মনির আহমদ সর্ব সাং হাইদগাঁও ,থানা - পটিয়া ।
জানা গেছে , মুজিব ও হামিদ রোজকার মত হাইদগাঁও পাহাড়ি এলাকায় কৃষিকাজ করার সময় এক দল দুর্বৃত্ত তাদের অপহরণ করে দুর্গম পাহাড়ের ভিতর নিয়ে যায় ।পরবর্তীতে তাদের মোবাইল ফোন দিয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন । অবশেষে ৩০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে হামিদ ছাড়া পান অপরদিকে মুজিব কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয় ।
ইতিপূর্বে উপজেলার কেলিশহর ইউনিয়নের খিল্লাপাড়া গ্রামের মামুন মিয়া মনসুর (৪৪) ,সাইর আহমদ (৫২) কে অপহরণের পর তারা ৮০ হাজার টাকা মুক্তিপণের বিনিময়ে মুক্তি পায় । স্থানীয়রা জানান , অপহরণ হওয়ার ভয়ে পাহাড়ে থাকা ফলের বাগান ,কৃষি জমিতে যেতে পারছেন না তারা । এই ব্যাপারে পুলিশের কোন উদ্যোগ তৎপরতা চোখে পরছেনা ফলে স্থানীয় জনগণের মাঝে আতঙ্ক বিরাজ করছে । তারা দ্রুত পুলিশি তৎপরতা বৃদ্ধির দাবি জানিয়েছেন ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha