রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে সারের কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে এক সার ডিলারকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে লালপুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসানের নেতৃত্বে কাদিমচিলান ইউনিয়নের চাঁদপুর বাজারে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়।
এসময় মেসার্স সৈকত ট্রেডিং, বিসিআইসি সার ডিলারকে সারের কৃত্রিম সংকট সৃষ্টি, কৃষককে চাহিদামত সার না দেওয়ার অপরাধে কৃষি বিপণন আইন, ২০১৮ অনুযায়ী ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেহেদী মিরাজ ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যবৃন্দ।
লালপুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ (লিটু সিকদার), মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha