রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি
"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের লালপুরে "তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ" শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে লালপুর উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসানের সভাপতিত্বে কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় উপজেলার ১০টি ইউনিয়ন ও গোপালপুর পৌরসভা থেকে ২টি দলসহ মোট ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং তাদের মতবাদ ব্যক্ত করেন, কিভাবে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ গঠন করা সম্ভব।
এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার মেহেদী জাহান, উপজেলা একাডেমিক সুপারভাইজার সাদ আহমেদ শিবলীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ।
পরে সাইবার সিকিউরিটি অ্যাক্ট, প্লাস্টিক পণ্যের বিকল্প ব্যবহার এবং বর্জ্য শূন্যতা নিয়ে কর্মশালায় আলোচনা করা হয় এবং এর প্রভাব সম্পর্কে তুলে ধরা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha