আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
পাকা ভবনের কাজ করার সময় মাটি চাপা পড়ে রুবেল শেখ (২৩) নামের এক শ্রমিক। এলাকাবাসী ও আলফাডাঙ্গা ফায়ার সার্ভিসের সহায়তায় ৩০ মিনিট পর তাকে জীবিত উদ্ধার করা হয়। পরে তাকে আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রুবেল শেখ আলফাডাঙ্গা পৌরসভার শ্রীরামপুর গ্রামের মাফুজার শেখের ছেলে।
জানা যায়, মঙ্গলবার সকালে আলফাডাঙ্গা পৌরসভার শ্রীরামপুর গ্রামের মোশারফ হোসেনের পাকা ভবনের জন্য হাউজ খননের কাজ করছিলেন ৭ জন শ্রমিক। এ সময় পাড়ের মাটি ভেঙে পড়ে রুবেল শেখ মাটির নিচে চাপা পড়েন। খবর পেয়ে এলাকাবাসী ও আলফাডাঙ্গা ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার অভিযানে অংশ নেন। ৩০ মিনিটের প্রচেষ্টায় তাকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।
ভবনের মালিক মোশারফ হোসেন জানান, তার চার তলা ভবনের খননের কাজ চলছিল। সকালে মাটি কাটার সময় পাড়ের মাটি ভেঙে রুবেল মাটির নিচে চাপা পড়েন। এলাকাবাসী এবং ফায়ার সার্ভিসের সহায়তায় তাকে উদ্ধার করা হয়।
শ্রীরামপুরের বাসিন্দা লিটন মৃধা জানান, মাটি চাপা পড়ার খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে তাদের সহায়তা করেন। ৩০ মিনিট পর রুবেল শেখকে জীবিত উদ্ধার করা হয়।
আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আবিদ হোসেন জানান, রুবেল শেখ বর্তমানে ভালো আছেন। তার হাতের কিছু অংশ কেটে গেছে, তবে তিনি সুস্থ আছেন।
আলফাডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আসলাম হোসেন জানান, খবর পেয়ে দ্রুত তারা উদ্ধার কাজে অংশ নেন এবং রুবেল শেখকে নিরাপদে উদ্ধার করে আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha