সাহিদা পারভীন, কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর কালুখালীতে ট্রাক্টর উল্টে ১ জন আহত ও ২ জন নিহত হয়েছে। সোমবার বিকেলে কালুখালীর লস্করদিয়া নারায়নপুর চরে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম সিরাজুল ইসলম(৪৫)। সে কালুখালীর কালিকাপুর ইউনিয়নের ঠাকুর পাড়া গ্রামের লিয়াকত খাঁর পুত্র। এছাড়া আহতরা হলো জিন্নাহ ও ফিরোজ। এরা কালুখালীর খামারবাড়ী এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী বিল্লাল ফকির জানায়,বিকেলে জিন্নাহ ও ফিরোজ ট্রাক্টর নিয়ে নদী পার হয়ে চরে যাচ্ছিলো। তাদের ট্রাক্টর নৌকা পারের জন্য নদীতে নামতে গেলে উল্টে যায়।এসময় চর থেকে কাজ শেষে ফিরে আসা শ্রমিক সিরাজুল ইসলাম ট্রাক্টরের নিচে পরলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এছাড়া জিন্নাহ ও ফিরোজ গুরুতর আহত হয়।
স্থানীয় আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha