শামসুর রহমান, শালিখা (মাগুরা) প্রতিনিধি
মাগুরা শালিখায় বিজ্ঞানর প্রযুক্তি ও তারণ্যের উৎসব মেলা ২০২৫ এর উদ্বোধন করা হয়। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই প্রতিপাদ্যে আজ সোমবার সকাল ১১ ঘটিকায় শালিখা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা আড়পাড়া সরকারি আইডিয়াল হাইস্কুল মাঠে ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইমুন নেছা, শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃওলি মিয়া।
মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী শফিউল আলম, আড়পাড়া সরকারি আইডিয়াল হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলী হাসান, ফেরদৌস বেগম, রোকেয়া খাতুন, মোঃ হারুনুর রশিদ, মহাদেব দত্ত।
আড়পাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন,সহঃশিক্ষক রামপ্রসাদ, আবু সেলিম, শিপন সাহা। কাতলী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকঃমোঃ সৌরভ হোসেন, তালখড়ী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বিদেশ চন্দ্র বিশ্বাস।
উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আনিচুর রহমান মিল্টন মুন্সী, যুগ্ম আহবায়ক শহিদুজ্জামান শহিদ, উপজেলা জামায়াত ইসলামের সহ-সাধারণ সম্পাদক মোঃনায়েব আলী বিশ্বাস, শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জামাল হোসেন, কবি ও সাংবাদিক স্বপন বিশ্বাস, শালিখা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব মিয়া সহ উপজেলার বিভিন্ন স্কুল-মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মেলায় বিভিন্ন ধরনের ২৮টি স্টল স্থাপন করা হয়৷ এতে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা বিজ্ঞান ও নানা বিষয়ের বিভিন্ন উদ্ভাবনী প্রদর্শন করেন। আয়োজনে উপজেলা প্রশাসন ও বিশ্ব সাহিত্য কেন্দ্র শালিখা মাগুরা।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫