রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে দেশের প্রাচীনতম ও উত্তরবঙ্গের অন্যতম ভারী শিল্প নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডের শ্রমিক ও কর্মচারীরা মিলের প্রশাসনিক ভবন চত্বরে প্রণোদনা ও মহার্ঘ ভাতার দাবিতে এক ফটোক সভা করেছে। সোমবার (১৩ জানুয়ারি) সকালে মিলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন (রেজি: বি-২৫৮) এর আয়োজনে "দুনিয়ার মজদুর এক হও, লড়াই করো। বৈষম্যমুক্ত সম অধিকার চাই" স্লোগানে এ সভা অনুষ্ঠিত হয়।
নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ আশরাফুজ্জামান উজ্জলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন, সিআইসি দিপক রায়, ক্যাশিয়ার গ্রেড-২ আব্দুল আলিম, কারখানা বিভাগের আব্দুর সালাম, পাম ড্রাইভার সাখাওয়াত হোসেন, সুপারভাইজার আরিফুর রহমান, কারখানা বিভাগের আসলাম হোসেন প্রমুখ।
এ সময় পে -কমিশনের কর্মচারী ও কর্মকর্তাদের ন্যায় প্রণোদনার ৫% টাকা প্রতি মাসে শ্রমিক ও দৈনিক হাজিরার জনবল কে দিতে হবে এবং কর্মচারী কর্মকর্তাদের সাথে শ্রমিক ও দৈনিক হাজিরার (চুক্তিভিত্তিক) জনবলদের জন্য মহার্ঘ ভাতা ঘোষণার দাবি জানিয়ে বক্তারা বক্তব্য রাখেন। তারা বলেন, আমরা হাঁতুর, কোদাল, কাস্তে নিয়ে কাজ করা সাধারণ শ্রমিক। আমরাও এদেশের মানুষ। আমরা একই কারখানাতে কাজ করি এবং একই বাজারে বাজার করি। সুতরাং কর্মকর্তা ও কর্মচারীদের সাথে আমাদেরকেও প্রণোদনা ও মহার্ঘ ভাতার সুবিধা না দিলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এছাড়া অন্যান্য দাবির মধ্যে তারা বলেন, আউটস্টেশন গার্ড ও ক্রয় করনিকদের নায্য হাজিরা নিশ্চিত করতে হবে। অভ্যন্তরীণভাবে মৌসুমী সিপিসি এবং বিভিন্ন বিভাগের মৌসুমী জনবল থেকে যোগ্যতার ভিত্তিতে সিডিএ নিয়োগ দিতে হবে। স্থগিতাদেশ প্রত্যাহার করে মৌসুমী জনবলকে স্থায়ী পদে সমন্বয় নিশ্চিত করতে হবে। দক্ষ কর্মী তৈরীর স্বার্থে দৈনিক হাজিরার (চুক্তিভিত্তিক) জনবলদের নিয়োগ দিতে হবে। অনুষ্ঠানে শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, সাধারণ শ্রমিক, গণমাধ্যম কর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ (লিটু সিকদার), মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha