আজকের তারিখ : এপ্রিল ২০, ২০২৫, ২:৫৭ পি.এম || প্রকাশকাল : জানুয়ারী ১৩, ২০২৫, ৪:১৩ পি.এম
মুকসুদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলার উদ্বোধন
বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
"জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবে বিশ্বময়" এই শ্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারী) দুপুরে মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে, উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।
সরকারি মুকসুদপুর কলেজের প্রভাষক মাহবুব হাচান বাবরের সঞ্চালনায়, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদাত হোসেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ জেলা প্রশাসকের সহধর্মিণী উম্মে সালমা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম মোস্তফা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রায়হান ইসলাম শোভন, উপজেলা সমাজসেবা অফিসার মোশাররফ হোসেনসহ প্রমূখ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি, বিজয়ীদের পুরস্কার প্রদানসহ ১৫০ জন শিক্ষার্থীকে হাইজিন কিডস এবং ৩৫০ জন শীতার্ত দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha