ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার
রাজবাড়ীতে কুষ্টিয়ার এক বাসচালক ও সুপার ভাইজারকে মারধরের প্রতিবাদে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে বাস চলাচল বন্ধ করে দিয়েছে কুষ্টিয়ার বিক্ষুব্ধ শ্রমিকরা। রোববার (১২ জানুয়ারি) সকাল থেকে কুষ্টিয়া-রাজবাড়ী-দৌলতদিয়া রুটে কোন বাস চলাচল করেনি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। পরিবহন শ্রমিকদের দাবি, জড়িতদের আইনের আওতায় না আনা পর্যন্ত এ রুটে বাস চলাচল বন্ধ থাকবে।
কুষ্টিয়া পরিবহন শ্রমিক ইঊনিয়ন সূত্র জানায়, গতকাল শনিবার দুপুরে রাজবাড়ি থেকে ছেড়ে আসা আল্লার নামে চলিলাম নামে কুষ্টিয়াগামী যাত্রীবাহী বাসের চালক শামীম হোসেন ও ওই বাসের সুপারভাইজার রফিককে মারধর করে রাজবাড়ি পরিবহন শ্রমিকেরা। এতে গুরুতর আহত হন বাস চালক শামীম ও সুপারভাইজার রফিক।
বাস শ্রমিক জালাল হোসেন জানান, মাঝে মধ্যেই রাজবাড়ী বাস শ্রমিকেরা আমাদের শ্রমিকদের ওপর কারণে অকারণে চড়াও হয় এবং মারধর করে। গতকাল শনিবারও আমাদের এক শ্রমিককে মারধর করেছে তারা। তারই প্রতিবাদে কুষ্টিয়া-রাজবাড়ি রূটে বাস চলাচল বন্ধ রেখেছি। তাদের আইনের আওতায় না নেয়া পর্যন্ত বাস চালাবো না।
কুষ্টিয়া বাস, মিনিবাস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আফজাল হোসেন জানান, এবিষয়ে দুই জেলার শ্রমিক ইউনিয়ন ও বাস মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরিস্থিতি সুরাহার চেষ্টা করে যাচ্ছি।
কুষ্টিয়া বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক হাসান আবুল ফজল সেলিম জানান, গতকাল শনিবার দুপুরে রাজবাড়িতে কুষ্টিয়ার বাস চালক ও শ্রমিককে মারধরের ঘটনা ঘটেছে। ওই ঘটনায় কুষ্টিয়ার কিছু শ্রমিক বিক্ষুব্ধ হয়ে কুষ্টিয়া-রাজবাড়ি রূটে বাস চলাচল বন্ধ রেখেছে। এবিষয়ে শান্তিপূর্ণ সমাধানে আলোচনা চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha