রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত এক সপ্তাহের লকডাউনের দ্বিতীয় দিনে শুক্রবার ২জুলাই পুলিশের কড়া নজরদারী এবং জনসচেতনতামূলক প্রচারণা অভিযান শান্তিপূর্ণ ভাবে পরিচালিত হয়েছে।
জানা যায়, বৃষ্টি উপক্ষো করে পাংশা পৌর শহরসহ বিভিন্ন ইউনিয়নে চেকপোস্ট ও হাট-বাজার এলাকায় সতর্কতামূলক প্রচারণা অভিযান পরিচালনা করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা।
বাবুপাড়া, যশাইসহ বিভিন্ন ইউনিয়নের বিট পুলিশিং কর্মকর্তা ও গ্রাম পুলিশদের সরকার ঘোষিত বিধিনিষেধ এবং মাননীয় আইজিপির নির্দেশনাবলী অবহিতকরণ এবং বিধিনিষেধের কপি প্রদান করেন তিনি।
পাংশা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা জানান, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে পুলিশ কঠোর অবস্থানে। গ্রাম ও শহরে কঠোর নজারদারী রয়েছে। বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার জন্য পরামর্শ প্রদান করেন তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha