মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি
চাকুরিচ্যুত বিডিআরদের চাকুরিতে পুনর্বহালের দাবিতে কর্মসূচি পালিত হয়েছে। আজ রবিবার বেলা বারোটার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে ফরিদপুর জেলা বিডিআর কল্যাণ পরিষদের উদ্যোগে ফরিদপুর বিডিআর কল্যাণ পরিষদের আহবায়ক মোঃ সুলতান আহমেদের সভাপতিত্বে তিন দফা দাবি আদায় সহ চাকুরি পুনর্বহালের দাবিতে উক্ত মানববন্ধন বিক্ষোভ সমাবেশ ও পরে জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিডিআর সদস্য শহিদুল ইসলাম, নজরুল ইসলাম, আব্দুল মমিন, আব্দুল হান্নান, মোঃ নান্নু মিয়া, আবুল কালাম আজাদ প্রমূখ।
বক্তারা বলেন, গত ১৬ বছর যাবত শেখ হাসিনা সরকারের আমলে তাদের বেআইনিভাবে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে। এই ১৬ বছর তারা মানবতার জীবনযাপন করছেন। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন নিয়ম নীতির তোয়াক্কা না করেই তাদের অন্যায় ভাবে চাকরি থেকে বহিষ্কার করেন এবং বিভিন্ন মেয়াদের সাজা প্রদান করা হয়। শুধু তাই নয়, তাদের সহকর্মীদের মিথ্যা মামলায় দিনের পর দিন কারাবরণ করতে হয়েছে। প্রায় ১৫৭ জন বিডিআর সদস্যদের ফাঁসি হয়েছে এবং বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। তারা দাবি করেন, বিডিআর আন্দোলনের সাথে তারা কেউ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিলেন না।
বর্তমানে, তারা অন্তর্বর্তীকালীন সরকারের নিকট তাদের দাবি জানান, অবিলম্বে তাদের চাকরিতে পুনর্বহাল করা হোক এবং যে সকল সদস্যরা বিনা বিচারে কারাগারে রয়েছেন তাদের মুক্তি প্রদান করা হোক। পাশাপাশি, বিজিবি নাম প্রত্যাহার করে বিডিআর নামটি পুনঃবহাল করার দাবি জানানো হয়।
মানববন্ধনে তারা তিন দফা দাবি পেশ করে। দাবিগুলো হল: ১. পিলখানার নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার ৫৭ জন সেন অফিসার সহ ৭০ জন হত্যাকাণ্ডের পেছনে দায়ী ব্যক্তিবর্গ এবং নেপথ্যের নায়কদের চিহ্নিত করে অতি দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। ২. যে সকল বিডিআর সদস্যের সাজার মেয়াদ শেষ এবং খালাস প্রাপ্ত বিডিআরদের মুক্তির দাবি জানানো হয়। ৩. প্রহসনের আঠারোটি স্পেশাল কোর্টের মাধ্যমে গণহারে গ্রেপ্তার করে যাদেরকে অন্যায়ভাবে চাকুরিচ্যুত করা হয়েছে, তাদের সবাইকে চাকুরীতে পুনর্বহাল করা হোক এবং তদন্ত কমিশনকে স্বাধীন, নিরপেক্ষ এবং নির্ভয় কাজ করার জন্য উল্লেখিত ২ এর(ঙ) ধারা অবশ্যই বাদ দেওয়ার দাবি জানানো হয়।
এরপর একটি বিক্ষোভ মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha