ফিরোজ আলম, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর মোহনপুর উপজেলায় “এসো দেশ বদলাই, পৃথিবী বদলায়” এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে তারুণ্যের উৎসব-২০২৫ উদ্বোধন করা হয়েছে। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রধান উপদেষ্টার কার্যালয়।
মোট ছয়টি ইভেন্টে খেলা ফুটবল (অনুর্ধ্ব ১৭), ভলিবল (অনুর্ধ্ব ১৯), ক্রিকেট T-১০(অনুর্ধ্ব ১৯) ব্যাডমিন্টন (অনুর্ধ্ব ১৯), দাড়িয়াবান্ধা আঞ্চলিক খেলা (অনুর্ধ্ব ১৭), দড়িখেলা (বালিকা অনুর্ধ্ব ১৭)।
শনিবার ( ১১ জানুয়ারী) সকালে মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে একই দিনে বিকালে রায়ঘাটি ইউপির বড়াইল উচ্চ বিদ্যালয়ের মুক্তমঞ্চ মাঠে, বাকশিমইল ইউনিয়ন পরিষদ বনাম মৌগাছি ইউনিয়ন পরিষদের ফুটবল প্রতিযোগিতায় মৌগাছি ইউনিয়ন পরিষদ ২/০ গোলে বাকশিমইল ইউনিয়ন পরিষদ কে বিজয় করেছেন।এ খেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আয়শা সিদ্দিকা।
যুব উন্নয়ন কর্মকর্তা সঈদ আলী রেজার ব্যবস্থাপনায় এসময় উপস্হিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জোবায়দা সুলতানা, ফুটবল টুর্নামেন্ট কমিটির আহবায়ক উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম, মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান, উপজেলা ত্রান ও দূর্যোগ কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী তারিকুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান অফিসার ফরহাদ হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার শামীম হাসান, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা নুরুন্নবী, পল্লী উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী মোহনপুর শাখা আমির অধ্যাপক আব্দুল আওয়াল, উপজেলা বিএনপির সাংগঠনিক শাহীন আকতার সামসুজ্জোহা, চেয়ারম্যান মেজর আলী বিশ্বাস সহ রাজনৈতিক ব্যক্তিবর্গ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/কর্মচারী, ক্রীড়াপ্রেমীরাসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha