তানোর(রাজশাহী)প্রতিনিধি
রাজশাহীর তানোরের গোকুল দাখিল মাদরাসা সুপার আব্দুল হামিদ জুতা পায়ে শহীদ মিনারে উঠে শহীদ মিনারের অবমাননা করেছেন বলে অভিযোগ উঠেছে। গত ১১ জানুয়ারী শনিবার দুপুরে নারায়নপুর দ্বিতীয় উচ্চ বিদ্যালয় চত্ত্বরের শহীদ মিনারে এই ঘটনা ঘটেছে।
এদিকে এখবর ছড়িয়ে পড়লে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সুশিল সমাজ ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। তারা ঘটনার তদন্ত করে অভিযুক্ত সুপারের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হয়ে যিনি এমন কাজ করতে পারে, তার কাছে জাতি কি আশা করতে পারে?
স্থানীয় সুশিল সমাজ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীরা অভিযুক্ত শিক্ষককে অপসারণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।
উপজেলা প্রশাসনের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা, এর নিন্দা জানানোর ভাষা নাই, তিনি ওই শিক্ষকের বিরুদ্ধে দৃশ্যমান শাস্তির দাবি করেছেন।
জানা গেছে, ১১ জানুয়ারী শনিবার উপজেলার নারায়নপুর উচ্চ বিদ্যালয় মাঠে আহম্মদ চ্যারিটি সেন্টারের উদ্যোগে উচ্চ পর্যায়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও শিক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে। এ উপলক্ষে উচ্চ বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আহম্মদ চ্যারিটি সেন্টারের প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসী আহম্মদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও শিক্ষা সামগ্রী প্রদান করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শিক্ষা (প্রতিমন্ত্রী) প্রফেসর ড. আমিনুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকিব ও তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলাম প্রমুখ।
প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন অনুষ্ঠান চলাকালীন সময়ে সুপার আব্দুল হামিদ জুতা পায়ে শহীদ মিনারে উঠে দীর্ঘ সময় খোশগল্প করেন। এ বিষয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও মুঠোফোন বন্ধ থাকায় সুপার আব্দুল হামিদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন, এমন ঘটনার খবর তার জানা নাই। তিনি বলেন, এবিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে দেখা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha