মানিক কুমার দাস, জেলা প্রতিনিধি, ফরিদপুর
বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি'র মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকাল ৪ টায় বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি- এর ৩৮৩ তম মৃত্যুবার্ষিকী স্মরণে বিজ্ঞান আন্দোলন মঞ্চ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে জেলা কার্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা আহ্বায়ক সজল বাড়ৈর সভাপতিত্বে আলোচনা করেন সদস্য অনুপম নন্দি, বিপ্লব রায়, সরকারি রাজেন্দ্র কলেজের সংগঠক কৌশিক অধিকারী। উপস্থিত ছিলেন উপদেষ্টা লিয়াকত হোসেন হিমু, শুভানুধ্যায়ী মিঠুন বিশ্বাস প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, আজথেকে প্রায় ৪শত বছর পূর্বে বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি যে সত্য আবিষ্কার করেছেন এবং সেই সত্য প্রকাশ করার জন্য জীবন দিতে কুণ্ঠা বোধ করেননি তা এখনও আমাদের কাছে অনুস্মরণীয়। এই কথা আমাদের শিক্ষা দেয় "সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায়, কিন্তু কোন কিছুর জন্য সত্য কে ত্যাগ করা যায় না।"
আজকেও সমাজে যে অন্ধবিশ্বাস কুসংস্কার মানুষকে ভুল পথে পরিচালিত করছে। তার থেকে মুক্ত হতে বিজ্ঞান চিন্তার ও চর্চার বিকল্প নাই।
আগামীদিনের কার্যক্রমে সকলের অংশগ্রহণ ও সংগঠনে যুক্ত থেকে সমাজবিকশে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। একই সাথে ১৩ ফেব্রুয়ারিতে সর্বজনীন শিক্ষার দাবীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সমাবেশে অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha