কমরেড খোন্দকার, ইউরোপ ব্যুরো প্রধান
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবতন দিবস উপলক্ষে কোপেনহেগেনের একটি রেস্টুরেন্টে ডেনমার্ক আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার স্বদেশ প্রত্যবর্তন দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ডেনমার্ক আওয়ামী লীগ নেতা মোস্তফা মজুমদার বাচ্চু এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন, ডেনমার্ক আওয়ামী লীগের নেতা মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাবু সুভাষ ঘোষ, এম এ লিংকন মোল্লা, মোহাম্মদ শহীদ, জাহিদ চৌধুরী বাবু, সামী দাস, নাঈম উদ্দিন খান, বোরহান উদ্দিন, মানজুর আহমেদ লিমন, শামীম খালাশী, বাহার উদ্দিন, জিএম বাবু ও মনিরুজ্জামান। আরও বক্তিতা করেন ডেনমার্ক আওয়ামী যুবলীগের আহবায়ক আমির জীবন।
বক্তারা বলেন, ১৯৭২ সালে পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে জাতির অবিসংবাদিত নেতা স্বাধীনতার ঘোষক বাংলাদেশের মাটিতে ১০ই জানুয়ারি প্রত্যাবর্তন করেন।
বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে পূর্ণতা পায় এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত মহান স্বাধীনতা ।
রক্ত দিয়ে কেনা এই স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে,আওয়ামী লীগের সকল নেতা কর্মীরা ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে শপথ নেন। জননেত্রী শেখ হাসিনা লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দ্বিতীয় বার স্বদেশে প্রত্যাবর্তন করবেন।
অনুষ্ঠানের শেষাংশে বাংলাদেশের বর্তমান শাসন ব্যবস্থা,অবৈধ ও ব্যর্থ ইউনুস সরকারের কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন। এই সরকার বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদের পুনর্বাসন করার জন্য কাজ করছে। প্রতিনিয়ত প্রতিশোধের রাজনীতি করছেন, নিঃবিচারে আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা ও গণগ্রেফতার করছে। দেশের আইন শৃঙ্খলা নাই বললেই চলে। দেশে প্রতিদিন চুরি-ডাকাতি, হত্যা লুটপাট চলছে। নিত্যপ্রয়োজনীয় প্রতিটি জিনিসপত্রের দাম আজ আকাশচুম্বী, বিচারের নামে প্রহসনের বিচার চলছে। মুক্তিযুদ্ধের স্লোগান জয় বাংলা ও বঙ্গবন্ধুর নাম এবং চিহ্ন ইতিহাসের পাতা থেকে মুছে ফেলতে ইউনুস সরকার ও তার গুন্ডাবাহিনী কাজ করছে।
আইএমএফের শর্ত পুরনের নামে প্রতিটি দ্রব্যের দাম ও ভ্যাট বাড়ানোর হয়েছে, যার প্রভাব সাধারণ জনগণ ভোগ করছে। দেশে কোন বিনিয়োগ নাই, মুদ্রাস্ফীতি আজ আকাশচুম্বী।
ঘাটুগান ও ভাসান গানের পরিবর্তে দেশে পাকিস্তানি কাওয়ালী চলছে। দেশের মানুষ আজ প্রতিদিন অনিশ্চয়তায় ভুগছে। অবৈধ ইউনুস সরকারের উপদেষ্টাদের হাত থেকে মানুষ আজ মুক্তি চাই।
দেশের মানুষকে বাংলাদেশ নামক জেল থেকে মুক্ত করতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শীঘ্রই বীরের বেশে স্বদেশ প্রত্যাবর্তন করবেন বলে বিশ্বাস করেন ডেনমার্ক আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha