সাইফুল ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি
নাটোরের সিংড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ভস্মীভূত হয়েছে একটি বসতবাড়ি। বাড়ির ৬টি ঘরে থাকা আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
এ ঘটনায় আনুমানিক ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শেরকোল ইউনিয়নের কংশপুর গ্রামের মো. কামরুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ করে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর কামরুল ইসলামের বাড়ির ৬টি ঘরে আগুন ছড়িয়ে পরলে সকল ঘরের আসবাবপত্র আগুনে পুড়ে যায়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে সিংড়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
খবর পেয়ে শুক্রবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টায় সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ ১৫ হাজার টাকা, ৬০ কেজি চাল ও শীতবস্ত্র সহায়তা দেন।
সিংড়া উপজেলা নির্বাহী অফিসার, মাজহারুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের এই ঘটনাটি জানার পরে ঘটনাস্থল পরিদর্শন করে সহায়তা প্রদান করেছি। ক্ষতিগ্রস্ত পরিবারকে পূণর্বাসন করার চেষ্টা করা হবে, ইনশাআল্লাহ ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক এনতাজ আলী, কর্মপরিষদ সদস্য আব্দুল কাহ্হার সিদ্দিকী কামরুল, ইউনিয়ন জামায়াতের সভাপতি অধ্যাপক আব্দুর রহিম, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব রাসেল কবির কালাম, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি ইমরান ফরহাদ ও সাংবাদিক আবু জাফর প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha