রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে চলছে চলতি বছরের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ। আজ (১০ জানুয়ারি) সকাল ৯ টায় উপজেলায় ৮ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। ঈশ্বরদী আবহাওয়া অফিস সূত্রে এই তথ্য জানা গেছে।
গত বৃহস্পতিবার সন্ধ্যার পর তীব্র ঠান্ডায় উপজেলার রাস্তাঘাট অনেকটা মানুষ ও যানবাহন শূণ্য হয়ে পড়ে। উপজেলার ২টি রেল স্টেশন সহ মার্কেটের চত্বরে ভবঘুরে ও ছিন্নমূল মানুষ সীমাহীন কষ্টের মধ্যে পড়েছে।
শুক্রবার সকালেও এই তাপমাত্রা অব্যাহত থাকে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়তে থাকে। সেই সাথে বাজার ও রাস্তাঘাটে মানুষ চলাচল স্বাভাবিক হয়।
আবহাওয়া অফিসের ভাষ্য মতে, কোনো এলাকায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ৬-৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে ওই এলাকার ওপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যায়। আর ৮-১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে ওই এলাকার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যায়।
ঈশ্বরদী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, মৌসুমী বায়ুর প্রভাবে চলমান আবহাওয়া অব্যাহত থাকতে পারে অথবা কম বেশি হতে পারে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha