হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর হাতিয়ায় কর্মরত সাংবাদিকদের সুসংগঠন প্রেসক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। এই নতুন কমিটিতে ফিরোজ উদ্দিন সভাপতি এবং জিএম ইব্রাহীমকে সম্পাদক এবং জিল্লুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে তিন বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
শুক্রবার (১০ জানুয়ারি) সকালবেলা হাতিয়া প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ে প্রেসক্লাবের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
হাতিয়া উপজেলার নির্বাচন কমিশনার আ,ফ,ম শামসুউদ্দিন ও আরিফুল মাওলার অধিনে এই নির্বাচনে দৈনিক ভোরের কাগজ ও মোহনা টিভির হাতিয়া উপজেলা প্রতিনিধি ফিরোজ উদ্দিনকে সভাপতি এবং দৈনিক মানবকন্ঠ পত্রিকার হাতিয়া উপজেলা প্রতিনিধি জিএম ইব্রাহীমকে সাধারণ সম্পাদক করে ১১জন সদস্যবিশিষ্ট কমিটি গঠিত হয়।
কমিটিতে জাতীয় দৈনিক সংগ্রাম পত্রিকার হাতিয়া উপজেলা প্রতিনিধি আমির হামজাকে সিনিয়র সহ-সভাপতি, সহ-সাধারণ সম্পাদক হাতিয়ার কথার মোহাম্মদ কেফায়েতুল্লাহ, দৈনিক যায়যায়দিনের হাতিয়া প্রতিনিধি তাজুল ইসলাম তছলিম (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) সাংগঠনিক সম্পাদক।
দৈনিক কালবেলা পত্রিকার হাতিয়া উপজেলা প্রতিনিধি জিল্লুর রহমান রাসেলকে সাংগঠনিক সম্পাদক, জাতীয় দৈনিক ইনকিলাব পত্রিকার হাতিয়া উপজেলা প্রতিনিধি মোঃ আকতার হোসেনকে কোষাধ্যক্ষ, বাংলাদেশ সমাচার ও নিউজ টুয়ান্টি ওয়ানের হাতিয়া উপজেলা প্রতিনিধি মোঃ জাকের হোসেন, জাতীয় দৈনিক খবরের কাগজ পত্রিকার হাতিয়া উপজেলা প্রতিনিধি হানিফ উদ্দিন শাকিব, জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার হাতিয়া উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলাম সহ এই তিনজনকে কার্য্যকরী সদস্য নির্বাচিত করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha