মোক্তার হোসেন, স্টাফ রিপোর্টার
রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ আয়োজন উপলক্ষে বৃহস্পতিবার (৯ জানুয়ারী) বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আবু দারদা’র সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন অফিসার দেওয়ান মুহঃ জাহাঙ্গীর হোসেনের উপস্থাপনায় সভায় পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন, হাবাসপুর ইউপির চেয়ারম্যান আল মামুন খান, বাবুপাড়া ইউপির চেয়ারম্যান মো. ইমান আলী সরদার, মৌরাট ইউপির চেয়ারম্যান মো. হাবিবুর রহমান প্রামানিক, পাংশা সরকারী কলেজের কৃষিশিক্ষা বিভাগের প্রদর্শক ও বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মো. রুকুনুজ্জামান খান তপু প্রমূখ বক্তব্য রাখেন।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সংশ্লিষ্ট কমিটির সদস্যবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
লটারীর মাধ্যমে পাংশা উপজেলা পর্যায়ে ৮টি টিম টুর্নামেন্টে অংশ গ্রহণ করার বিষয়ে সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আগামী ১৩ জানুয়ারী সকালে পাংশা সরকারী জর্জ উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha