রাজশাহীর তানোরে বাসর রাতে বউ উধাও হয়েছে। উপজেলার কামারগাঁ ইউনিয়নের ছাঐড় গ্রামে এই ঘটনা ঘটেছে। এদিকে, এই খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ছাঐড় গ্রামের মৃত হাজী মছির উদ্দিনের পুত্র হাজী আবুল কাশেম দুই সন্তানের জনক। কিন্তু প্রথম স্ত্রীর সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। তার প্রথম স্ত্রীর বাড়ি সাবাইহাটে।
এদিকে, উপজেলার হরিপুর গ্রামের ঘটক জনৈক নজরুল ও ফয়েজ উদ্দিনের প্রলোভনে পড়ে হাজী আবুল কাশেম দ্বিতীয় বিয়ে করেন। গত ৮ জানুয়ারি বুধবার উপজেলার কলমা ইউনিয়ন (ইউপি) এলাকার ঝিঁকড়া গ্রামের জনৈক ব্যক্তির কন্যার সঙ্গে দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হন হাজী আবুল কাশেম। এদিন দিবাগত রাতে বাসর ঘরে আবুল কাশেম তার স্ত্রীর হাতে দেনমোহরের ৪০ হাজার টাকা তুলে দেন।
এ সময়, তার স্ত্রী টাকা নিয়ে প্রকৃতির ডাকে সাড়া দেবার কথা বলে ঘরের বাইরে গিয়ে দেনমোহরের ৪০ হাজার, তার পকেটের ৪ হাজার টাকা ও দুটি মুঠোফোন নিয়ে নিরুদ্দেশ হয়ে যান। বাসর রাতে বউ হারিয়ে হাজী প্রচন্ড হতাশ হয়ে পড়েছেন।
এদিকে, গ্রামবাসী বলছেন, কথিত ঘটকেরা এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত রয়েছে। তারা হাজীর টাকা আত্মসাৎ করার উদ্দেশ্যে তাদের পছন্দের মেয়ের সঙ্গে হাজীর বিবাহ দিয়ে টাকা-পয়সা নিয়ে তাকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha