সাইফুল ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি
খুলনাতে এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য পরিবারের ১৪ সদস্যের সাথে নাটোর স্টেশনে সীমান্ত এক্সপ্রেস ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন আসাদুজ্জামান। বুধবার রাতে তারা সকলেই এসেছেন রাজশাহী থেকে। সবাই খুলনায় যাবেন বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে। টিকিট কেটে নাটোর রেল স্টেশনের ২ নং প্লাটফর্মে কনকনে শীতের মধ্যে জুবুথুবু হয়ে বসে সময় কাটাচ্ছিলেন সবাই। আরো অনেক যাত্রী প্লাটফর্মে সীমান্ত ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। ট্রেনের নির্ধারিত সময় ছিল রাত্রি ১১ টা ৩০ মিনিটে। প্রায় ২৯ মিনিট দেরীতে ১১টা ৫৯ মিনিটের দিকে ট্রেনটি নাটোর স্টেশনে আসে।
কিন্তু ট্রেনটি প্লাটফর্মে প্রবেশের পর পরই সামান্য সময়, প্রায় ১ মিনিট কাল থেমেই টানতে শুরু করে। এ সময় হুড়োহুড়ি করে ট্রেনে উঠতে গিয়ে অনেকেই হোঁচট খেয়ে প্লাটফর্মের ওপর পড়ে যান। অনেক যাত্রী তাদের নির্ধারিত বগি (কম্পার্টমেন্ট) খুঁজতে গিয়ে ট্রেনে উঠতে পারেননি। ট্রেনটি নির্ধারিত সময়ের আগেই স্টেশন থেকে ছেড়ে যাওয়ায় প্রায় অর্ধশত যাত্রী ট্রেনে উঠতে পারেননি। এতে ক্ষুদ্ধ হয়ে ওঠেন ট্রেনে উঠতে না পারা যাত্রীরা। এ সময় বিক্ষুব্ধ যাত্রীরা নাটোর স্টেশন মাস্টারকে অবরুদ্ধ করে। পরে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নাম প্রকাশ না করার শর্তে রেলওয়ে স্টেশনের এক কর্মচারী জানান, কুয়াশায় আচ্ছন্ন ছিল প্লাটফর্ম এলাকা। ট্রেনটিতে ভিড় ছিল খুব। খুলনায় পরীক্ষা দিতে যাওয়া শিক্ষার্থীদের ভিড় ছিল। নাটোর স্টেশনে যাত্রীর সংখ্যা ছিল কয়েকগুণ বেশি। কুয়াশার কারণে অনেকেই তাদের নির্ধারিত কম্পার্টমেন্ট খুঁজতে গিয়ে সময় অতিবাহিত করায় ট্রেন ছেড়ে দেয়ায় তারা উঠতে পারেননি।
যাত্রী আসাদুজ্জামান বলেন, স্বল্প সময় দাঁড়ানোর কারণে তিনি ও পরিবারের ১৪ সদস্য ট্রেনে উঠতে পারেননি। ২ নং প্লাটফর্মে সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি ঢুকতেই আবার ছেড়ে চলে যায়। বিষয়টি স্টেশন মাস্টারকে এসে জানালে তিনি কোন ব্যবস্থা না করে উল্টাপাল্টা কথা বলেন।
নাটোর রেলওয়ে স্টেশন মাস্টার শামীম হোসেন বলেন, এই রুটে বিকল্প কোন গাড়ি নেই, যে তাদেরকে তুলে দেবো। কন্ট্রোল রুমকে বিষয়টি অবগত করা হয়েছে। তিনি আরো বলেন, গাড়ি ছেড়ে আসলে আমি লাইন ক্লিয়ার দিয়ে দেই। প্যাসেঞ্জার ক্লিয়ারেন্স গার্ডের দেখার বিষয়। সেটা হয়ত গার্ড দেখেনি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha